ষষ্ঠ দফা সময় পেলেন নেপালি নেতারা-ভারত সফরে রাম বরণ

নেপালে জাতীয় ঐক্যের সরকার গঠনে রাজনৈতিক দলগুলোকে আরেক দফা সময় দিয়েছেন প্রেসিডেন্ট রাম বরণ যাদব। সে অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে মতৈক্যের ভিত্তিতে একজন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে হবে দলগুলোকে।
গতকাল সোমবার ষষ্ঠ মেয়াদে সময় বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট।
আরেক দফা মেয়াদ বাড়ানোর ব্যাপারে প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর অনুরোধে প্রেসিডেন্ট আরেক দফা সময় বাড়িয়েছেন। তবে এর আগে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন পাঠান। তাতে তিনি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের কথা বলেন।
এদিকে পূর্বসূচি অনুযায়ী, গতকাল ছয় দিনের ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন প্রেসিডেন্ট। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে তাঁর বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠেছে। গত তিন বছরে এ নিয়ে তিন দফা ভারত সফরে গেলেন রাম বরণ। সফরকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডি.লিট ডিগ্রিও গ্রহণ করবেন। সূত্র : হিমালয়ান টাইমস।

No comments

Powered by Blogger.