জাতিসংঘে শেখ হাসিনার শান্তির মডেল গৃহীত হওয়ায় শোভাযাত্রা

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শান্তির দর্শন, জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক মডেল গৃহীত হওয়ায় রাজধানীতে আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
শোভাযাত্রায় অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সংগঠনের নেতা নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান, মঈন উদ্দিন প্রমুখ। ঢাকা ছাড়াও বিভিন্ন মহানগর ও জেলা শহরেও স্বেচ্ছাসেবক লীগ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।
বড়দিনের শুভেচ্ছা: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ গতকাল এক বিবৃতিতে খ্রিষ্টধর্মাবলম্বী সবাইকে শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, বড়দিন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যুদ্ধাপরাধী ও ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার শক্তি ও সাহস জোগাবে। বিজ্ঞপ্তি।

No comments

Powered by Blogger.