ধরমপাশায় বজ্রাঘাতে ১৩ জন নিহত

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে গতকাল শুক্রবার রাতে তারাবিহর নামাজ পড়ার সময় বজ্রাঘাতে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের ধরমপাশা হাসপাতালে নেওয়া হয়েছে।


ঘটনাস্থল থেকে হাসপাতাল অনেক দূরে হওয়ায় সময় বেশি লেগেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। তাঁর নাম হাফিজুল ইসলাম (৪০)। নিহত অন্য ব্যক্তিদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন তাহের আলী (৬০), গফুর (৬৫), নজরুল (৫৫), নূর ইসলাম (৫৫), মানিক (৫০), রিপন (২৫), হযরত আলী (২৫) ও মোসলেমিন (২৫)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন আহমদ জানান, তারাবিহর নামাজ পড়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ১০ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো তিন জন।
ধরমপাশা থানার ওসি ফোনে হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) জাফর জানান, ঘটনাস্থলের উদ্দেশে ধরমপাশা থানা থেকে পুলিশ রওনা দিয়েছে।

No comments

Powered by Blogger.