আবার ঢাকায় ঋতুপর্ণা

কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তা নব্বইয়ের দশকে ঢালিউডের ছবিতে নিয়মিত অভিনয় প্রায়ই ঢাকায় আসা-যাওয়া করতেন। তবে সাম্প্রতিক সময়ে কমে গেছে তার যাতায়াত। শেষ এসেছিলেন চলতি বছরের শুরুতে ‘এক কাপ চা’ ছবির শুটিংয়ে। ছয় মাস পর ১৮ জুলাই রাত ১২টার ফ্লাইটে ঋতুপর্ণা আবার ঢাকায় আসছেন।
ঢালিউডে একসময় ঋতুপর্ণা নিয়মিত অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি , মান্না, আমিন খান, ফেরদৌস, হেলাল খানের বিপরীতে বিভিন্ন ছবিতে। ছবির শুটিংয়ে অংশ নিতেই তাকে এর আগে ঢাকায় আসতে হয়েছে। এবার তিনি এলেন একেবারে ভিন্ন একটি কারণে। জার্মানীর কসমেটিকস পণ্য ‘দুলগান’ এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে এর বাজারজাত করণের উদ্বোধনের লক্ষ্যেই এবার তিনি ঢাকায় এলেন।

সবকিছু ঠিক থাকলে ১৮ জুলাই বুধবার রাত ১২টার ফ্লাইটে ঋতুপর্ণার ঢাকার মাটিতে পা রাখার কথা। ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটায় ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশে ‘দুলগান’-এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিবেন ঋতুপর্ণা।

কলকাতা থেকে মুঠোফোনে বাংলানিউজকে ঋতুপর্ণা জানান, ‘ এর আগেতো সবসময় ছবির কাজেই ঢাকায় গিয়েছি। তবে এবারই প্রথম কোন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ঢাকায় এলাম। আশাকরি সংক্ষিপ্ত এই সফরে দুলগান কসমেটিকস-এর যথাযথ প্রসারে সবার সহযোগিতা পাবো।’

ঋতুপর্ণা আরও বলেন , ‘ বাংলাদেশকে আমার কখনোই বিচ্ছিন্ন কোন দেশ বলে মনে হয়নি। এখানকার মা, মাটি আর মানুষের প্রতি রয়েছে আমার অন্যরকম ভালোলাগা। তাই এখানে এলে মনেই হয়নি আমি আমার নিজ দেশ ছেড়ে অন্য কোথাও এসেছি।’

দুলগান ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর শেখ বাদল আহমেদ বলেন, ‘ব্যবসায়িক দিক থেকেই দুলগান-এর  যথাযথ প্রচারের জন্য ঋতুপর্ণাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়েছে। বাংলা ভাষাভাষী দর্শকের কাছে ঋতুপর্ণার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। আর তাই পণ্যের প্রসারের ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা সবাইকে আগ্রহী করে তুলবে বলেই আমি মনেকরি।’

একদিন ঢাকায় অবস্থানের পর ঋতুপর্ণা ২০ জুলাই শুক্রবার দুপুর বারোটার ফ্লাইটে কলকাতা ফিরে যাবেন। সর্বশেষ ঋতুপর্ণা ঢাকায় এসেছিলেন চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি বছরের প্রথম মাসে।

No comments

Powered by Blogger.