রাজশাহী শিক্ষা বোর্ড-পাসের হারে মেয়েরা জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। অপরদিকে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছেন। এবার বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৪ শতাংশ। মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ। আর ছেলেদের ৭৫ দশমিক ৬৫ শতাংশ।


মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৩৭২ জন। ছেলেদের মধ্যে তিন হাজার ৫০০ জন।
এবার বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন এক লাখ ৬৯ হাজার ৬৬ জন। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫১ হাজার ৩৫ জন। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে। গতবার পাসের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। তবে গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৭৬০ জন। কলেজের সংখ্যা বেড়েছে সাতটি। কেন্দ্রের সংখ্যা বেড়েছে তিনটি। শতভাগ পাস করেছেন ১২টি কলেজে। চারটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেননি।
বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ।

No comments

Powered by Blogger.