আজ সারা দেশে প্রতিবাদ-জামিনের আশায় ছিল জামায়াত by সেলিম জাহিদ

কাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক আরেক আসামি আবদুল আলীমের মতো গোলাম আযমও শর্ত সাপেক্ষে জামিন পাবেন— এমন আশা করেছিল জামায়াতে ইসলামী। এ কারণে গতকাল দলটির কর্মী-সমর্থকেরা কিছুটা গা ছাড়াভাবে ছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল দলটির সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাঁরা হতাশ হয়ে পড়েন।


এ অবস্থায় তাৎক্ষণিকভাবে জামায়াত এক দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এরপর কী ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে, তা নিয়ে দলটির নীতিনির্ধারকেরা গত রাতে আলোচনায় বসেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে দলের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এখন মূল কর্মসূচি হবে সরকারের পতন। এ ছাড়া সরকারের জুলুম থেকে আমরা বাঁচতে পারব না।’
জামায়াতের একাধিক সূত্র জানায়, আবদুল আলীমের বয়স ৮০ বছর। তিনি চলনশক্তিহীন। তাই ট্রাইব্যুনাল তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। গোলাম আযমের বয়স ৮৯ বছর। যদিও তিনি হাঁটাচলা করতে পারেন, তবু জামায়াত আশায় ছিল, বার্ধক্যের কারণে গোলাম আযমও শর্ত সাপেক্ষে জামিন পেতে পারেন। জামিনের বিষয়ে জামায়াতের নেতাদের আরেকটি আশার জায়গা ছিল রাজনীতিতে গোলাম আযমের দীর্ঘদিন সক্রিয় না থাকার বিষয়টি।
গতকাল এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদও বলেছেন, বার্ধক্যের কারণে গোলাম আযম ২০০০ সালে জামায়াতে ইসলামীর আমির পদ থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে অবস্থান করছেন।
জানতে চাইলে দলের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা মনে করেছিলাম, বার্ধক্য ও অসুস্থতার গ্রাউন্ডে ওনাকে জামিন দিবেন আদালত।’
দলের এই সাবেক আমিরকে কারাগারে পাঠানোর নির্দেশের পর গতকাল বিকেল নাগাদ জামায়াত রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির দুটি বিক্ষোভ মিছিল বের করে। এর বাইরে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া দেখায়নি তারা।
তবে গোলাম আযমকে কারাগারে পাঠালে জামায়াত কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, তা নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক দৃষ্টি রেখেছিল। পুলিশ গতকাল রমনা, মতিঝিল ও পল্টন এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১৯ জনকে আটকও করে।
জামায়তের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন নেতা বলেন, ‘জামিনের ব্যাপারে আমাদের কাছে একটু ভিন্ন তথ্য ছিল। এ কারণে সবাই রিল্যাক্স মুডে ছিল। নয়তো প্রতিক্রিয়াটা একটু ভিন্ন হতে পারত। এখন মনে হচ্ছে, ওটা ছিল সরকারের কৌশল।’ ওই নেতা খেদের সঙ্গে বলেন, ‘রাজনীতি তো এক দিনে শেষ না।’
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া: গোলাম আযমকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে।’ তিনি দাবি করেন, ‘গোলাম আযমের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সর্বোচ্চ আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় তিনি নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন।’
প্রতিবাদ কর্মসূচি: গোলাম আযমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘প্রতিবাদ দিবস’ পালন করবে জামায়াত।

No comments

Powered by Blogger.