ফিরে দেখাঃ আলি শরিয়তি by ইমরান রহমান
ইরানি বিপ্লবী ও সমাজতত্ত্ববিদ আলি শরিয়তি ১৯৩৩ সালের ২৩ নভেম্বর ইরানের কাহাক গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত প্রভাবশালী এই বিপ্লবী ধর্মীয় সমাজতন্ত্রের ওপর অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি ইরানের ২০ শতকের বুদ্ধিজীবী সমাজের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ইরানি বিপ্লবের দিকপাল হিসেবে তিনি খ্যাত।
আলির পিতা মুহম্মদ তকি ছিলেন একজন শিক্ষক ও ইসলামী পণ্ডিত। মাশাদের টিচার্স ট্রেনিং কলেজে থাকার সময় সমাজের সুবিধাবঞ্চিত যুবকদের সান্নিধ্যে আসেন তিনি। সে সময় ইরানে বিদ্যমান আর্থিক সঙ্কট খুব কাছে থেকে লক্ষ্য করেন আলি। এ সময় তিনি পশ্চিমা দর্শন ও চিন্তাধারায় প্রভাবিত হন। তিনি মুসলিম সমাজের সমস্যাগুলো নিরসনে আধুনিক সমাজতত্ত্ব ও দর্শনের সঙ্গে ইসলামী নীতিগুলোর সমন্বয় করার প্রচেষ্টা চালান। ১৯৫২ সালে একটি হাই স্কুলে তিনি যোগ দেন এবং ইসলামিক সল্টুডেন্টস এসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তোলেন। ১৯৫৫ সালে তিনি মাসাদ ইউনিভার্সিটি থেকে ব্যাচলর্স ডিগ্রি লাভ করেন। বিভিন্ন সময়ে তাকে জেলও খাটতে হয়। ১৯৭৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু রহস্যজনক।
No comments