টেস্টে ডাবল সেঞ্চুরি

 টেস্টে ডাবল সেঞ্চুরির সংখ্যা ৩১৩। করেছেন ১৬৭ জন ব্যাটসম্যান।  অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছেন পাঁচ জন—‘টিপ’ ফস্টার, লরেন্স রো, ব্রেন্ডন কুরুপ্পু, ম্যাথু সিনক্লেয়ার ও জ্যাক রুডলফ।  সবচেয়ে বেশি, ৬৫টি ডাবল সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।


 সবচেয়ে বেশি, ৬২টি ডাবল সেঞ্চুরি হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে।  এক বছরে সবচেয়ে বেশি ১৪টি ডাবল সেঞ্চুরি হয়েছে ২০০৩ ও ২০০৪ সালে।
 টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিল মারডকের। ১৮৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে করেছিলেন ২১১ রান।
 সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব জাভেদ মিয়াঁদাদের (১৯ বছর ১৪১ দিন)।
 দ্রুততম ডাবল সেঞ্চুরিটি নাথান অ্যাস্টলের। ডাবল সেঞ্চুরি করেছিলেন ১৫৩ বলে। সময়ের হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরি ব্র্যাডম্যানের (২১৪ মিনিট)।
 সবচেয়ে বেশি বয়সে (৪২ বছর ৭ দিন) ডাবল সেঞ্চুরি করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ানের (২৩৬, ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে)।
 সবচেয়ে বেশি, ১৯টি ডাবল সেঞ্চুরি হয়েছে অ্যাডিলেড ওভালে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি ওভালে।
 সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরিটি শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর। ৭৭৭ মিনিট উইকেটে থেকে ৫৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটিও অভিষেকেই।
 টানা দুই ম্যাচে দুটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব আছে ব্র্যাডম্যান, হ্যামন্ড, কাম্বলি, স্মিথ, পন্টিং ও সাঙ্গাকারার।
 ১৯৩৮ সালের অ্যাশেজ দেখেছিল এক সিরিজে সবচেয়ে বেশি, ৫টি ডাবল সেঞ্চুরি।

সবচেয়ে বেশি
স্যার ডন ব্র্যাডম্যান ১২
ব্রায়ান লারা ৯
কুমার সাঙ্গাকারা ৮
ওয়ালি হ্যামন্ড ৭
৬ টি করে ডাবল সেঞ্চুরি আছে আতাপাত্তু, শেবাগ, মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনে, পন্টিং ও টেন্ডুলকারের।

No comments

Powered by Blogger.