মুকুটের সঙ্গে সিংহাসনও আজারেঙ্কার

স্পোর্টস ডেস্ক: আজারেঙ্কার কাছে একের ভেতর সব হয়ে ধরা দিলো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাটি। এর আগে ২৫টি গ্র্যান্ডস্লাম আসরে খেললেও এটাই তার প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা। আবার এ জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটিও এসে গেছে তার দখলে। বিষয় আরও আছে। অনন্য এক রেকর্ডেরও অংশ হয়েছেন এ সাফল্যে। পারলেন না মারিয়া শারাপোভা। দুই গর্জনকারিণীর লড়াইয়ে শেষ হাসি বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। গতকাল ২০১২’র অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শারাপোভাকে ৬-৩ ও ৬-০ গেমে পরাজিত করে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার স্পর্শ পেয়েছেন আজারেঙ্কা। ফাইনালের শুরুর চিত্র ছিল ভিন্ন। নার্ভাস শুরুতে ম্যাচের সূচনায় পিছিয়ে পড়েন ০-২ গেমে। কিন্তু এরপর শুধুই সাফল্যগাঁথা। পরের ১৩ গেমের ১২টি জিতে নিয়ে শিরোপা জেতেন দাপটের সঙ্গেই। আর আজারেঙ্কার গৌরব বাড়িয়েছে অন্য এক পরিসংখ্যান। জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে পৌঁছানোর কীর্তি মেয়েদের টেনিস ইতিহাসে কেবল দু’জন তারকার। ১৯৭৮ সালে চেকস্লোভাকিয়ার মার্টিনা নাভ্রাতিলোভা ও ২০০০ সালে সার্বিয়ার আনা ইভানোভিচের রয়েছে এমন কৃতিত্ব। এবারের ওপেনের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব হারান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। এতে তৃতীয় ও চতুর্থ সেরা দুই ফাইনালিস্টের সামনে আসে শ্রেষ্ঠত্ব লাভের সুযোগ। চ্যাম্পিয়নশিপ পয়েন্টটি পাওয়ার আগে জোরদার ফোরহ্যান্ড খেলেছিলেন আজারেঙ্কা। ব্যাকহ্যান্ডে ফেরাতে গিয়ে বল জালে জড়িয়ে দেন শারাপোভা। ততক্ষণে টেনিস বিশ্ব পেয়ে গেছে নতুন সম্রাজ্ঞী।

No comments

Powered by Blogger.