ওবামা পুনর্নির্বাচিত হলে সম্পর্কোন্নয়ন: চাভেজ

যুক্তরাষ্ট্রের কট্টর সমালোচক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, পুনর্নির্বাচিত হলে বারাক ওবামার সঙ্গে করমর্দন করবেন তিনি। এ ছাড়া ওয়াশিংটনের সঙ্গেও সম্পর্কোন্নয়নের চেষ্টা করবেন। গত শুক্রবার কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চাভেজ এসব কথা বলেন।


চাভেজ বলেন ‘এখানে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে আমরা জয় লাভ করতে যাচ্ছি। আশা করি, ওবামাও জয়ের মুখ দেখবেন। আমরা এখানে (ভেনেজুয়েলায়) এবং ওবামা সেখানে (যুক্তরাষ্ট্রে) পুনর্নির্বাচিত হলে, আমরা আবার পরস্পরের করমর্দন করব। দুই পক্ষের আলোচনা হবে। দুই দেশের সম্পর্কেরও উন্নয়ন ঘটানো হবে।’
গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেন, ভেনেজুয়েলার সরকারের একটা প্রবণতা হলো, এর নিজের কোনো ভুলের দায় যুক্তরাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া। ওবামা এ-ও বলেন, তিনি চান ভেনেজুয়েলার সঙ্গে তাঁর দেশের সম্পর্কের উন্নতি হোক।
ওবামার এই মন্তব্যের প্রতি একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে চাভেজ বলেন, ‘আমি ওবামার মন্তব্যের শেষের অংশের ওপর জোর দিতে চাই। ওই যে, দুই দেশের সম্পর্কোন্নয়ন।’
চাভেজ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ওবামা লাতিন আমেরিকার ওপর গুরুত্ব দিতে চান। এটাই সত্য যে, তিনি এত দিন এই অঞ্চলের প্রতি গুরুত্ব দেননি, আর এটাই ছিল ওবামার জন্য সবচেয়ে বড় ভুল।’
আগামী অক্টোবরে ভেনেজুয়েলায় ও যুক্তরাষ্ট্রে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চাভেজ আশা করছেন, আসন্ন নির্বাচনে তিনি তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, আর ওবামা দ্বিতীয় দফায়। এএফপি।

No comments

Powered by Blogger.