ট্রেন ডাকাতদের নির্মমতা-চাই দ্রুত ও কার্যকর ব্যবস্থা

গত বুধবার রাতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতি এবং দুই ছাত্রসহ চারজনের নিহত হওয়ার ঘটনাটি দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেই আরও একবার বেআব্রু করল। যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার পথে রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী রেলস্টেশন ছেড়ে যাওয়ার পরপরই ডাকাতি শুরু হয়।


ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরই এক পর্যায়ে তারা সাতজন যাত্রীকে চলন্ত গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। এর মধ্যে দুই ছাত্রসহ চারজন মারা যায় এবং বাকি তিনজনকে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে। ডাকাতি চলাকালে গাড়িতে কোনো পুলিশ ছিল কি-না এবং থাকলে তারা কী ধরনের ভূমিকা পালন করেছিল_ এসব বিষয়ে বিস্তারিত সম্পাদকীয়টি লেখা পর্যন্ত জানা যায়নি। তবে নিশ্চিতভাবেই ঘটনাটি রাতের বেলায় ট্রেনে নিরাপদ যাত্রা সম্পর্কে সাধারণ মানুষের মোহমুক্তি ঘটাবে। সড়কে চলতে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি আর ট্রেনযাত্রায় ডাকাতের হাতে সর্বস্ব খোয়ানো ও হত্যার মতো নির্মমতার শিকার হওয়ার ভয় মানুষের স্বচ্ছন্দ ও নিরাপদ যাত্রা-ভাবনায় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। অথচ ট্রেনে যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য রেল পুলিশ রয়েছে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কি এভাবে যাত্রীদের সর্বস্ব লুটের পাশাপাশি কাউকে কাউকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেওয়ার মতো বর্বর ঘটনা ঘটানোর সাহস করতে পারত ডাকাতরা? তারা পুলিশের অবস্থান এবং স্থানীয় পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। এদের সঙ্গে আশপাশ এলাকার দুষ্কৃতকারীদের যোগসূত্র থাকতে পারে। যাই হোক, এভাবে লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়ে বিনা বাধায় ডাকাতদের নিরাপদে সরে পড়ার ঘটনাটি নিঃসন্দেহে ট্রেন চলাচলের নিরাপত্তা ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন ডাকাতির সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ এদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না করা গেলে যাত্রী হন্তারক ডাকাতরা আরও বেপরোয়া হওয়ার সাহস পাবে। পুলিশের সদিচ্ছা থাকলে যে কোনো অপরাধের রহস্য উন্মোচন ও অপরাধীদের পাকড়াও করা অসম্ভব নয়। অতীতে কয়েকটি ঘটনায় এর প্রমাণও পাওয়া গেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পক্ষে সাফাই না গেয়ে এর অবনতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
 

No comments

Powered by Blogger.