ভারতের সেনাবাহিনীতে ফেসবুক নিষিদ্ধ

মানবজমিন ডেস্ক: ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সকল সদস্যকে সামাজিক যোগাযোগের সব সাইট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এতে খুব দ্রুত সামাজিক যোগাযোগের সাইটগুলো থেকে তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। আর যারা এরকম কোন সাইটে নেই তাদের যোগ না দিতে বলা হয়। এতে ফেসবুক, গুগল প্ল্যানে, ওরকাটসহ সব সাইটের কথা উল্লেখ করা হয়েছে। সেনা সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে এই উদ্যোগ নেয়া হয়। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে সেনা কর্তৃপক্ষ থেকে তাদের সদস্যদের সামাজিক যোগাযোগ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা ইউনিফর্মসহ ও ইউনিফর্ম ছাড়া কেমন পোস্টিং দিচ্ছে। অস্ত্রসহ প্রদর্শিত হচ্ছে কিনা? তারপরই তারা সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার নিষেধ করার সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, সব পদমর্যাদার জন্যই এই নিয়ম অনুসৃত হবে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে, সেনারা তাদের সেনা পরিচয় না দিয়ে সাইটগুলোতে থাকতে পারবে না কি সম্পূর্ণভাবে সাইটগুলো বর্জন করতে হবে। নির্দেশনাটিতে উল্লেখ করা হয় এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রও তাদের সেনাদের এমন পরামর্শ দেয়। তাদেরকে বলা হয় সামাজিক যোগাযোগ সাইটগুলোর ব্যাপারে সতর্ক হতে। যেন তাদের ব্যবহৃত তথ্য সন্ত্রাসীরা না পায়। কেননা, তথ্য পেলে আল কায়েদা ও এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদেরকে টার্গেট করতে পারে। সেখানে তাদেরকে অনেক বিষয় যেমন পরিবার ও চাকরি তথ্য, ব্যক্তিগত তথ্য, অপরিচিতদের এড়িয়ে চলা ও পোস্ট না দেয়া এবং কোন ট্যাগ না করতে বলা হয়। তবে তাদেরকে একেবারেই ছেড়ে দিতে বলেনি। কেননা, মার্কিন আর্মির নিজস্ব ফেসবুক পেইজ আছে। এ জন্য তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু ভারতের সেনাবাহিনীর সে রকম কোন পেইজ নেই। এ জন্য তাদের একেবারেই সামাজিক যোগাযোগ সাইটগুলো বর্জন করতে বলা হয়।

No comments

Powered by Blogger.