ফিরেই আর্সেনালকে উপহার অঁরি’র
স্পোর্টস ডেস্ক: মাঠের পাশের লাউঞ্জে থিয়েরি হেনরি অঁরি’র মূর্তি শোভা পাচ্ছে অনেকদিন। আর্সেনালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এ ফরাসি ফুটবলারের অবদান ও সম্মান স্মারক হয়ে আছে তা। ওই মাঠে দীর্ঘ বিরতিতে খেলতে নেমে যেন পুরনো কীর্তি আরেকবার মনে করালেন থিয়েরি অঁরি। ধারে দু’মাসের জন্য পুরনো দল আর্সেনালে নাম লিখিয়েছেন মাত্র। গত সোমবারই ছিল গানারদের জার্সি গায়ে এ দফায় তার প্রথম ম্যাচ। আর প্রত্যাবর্তনে দলের ত্রাতা রূপে অঁরি। গতকাল ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অঁরির দেয়া একমাত্র গোলে লিডস ইউনাইটেকে পরাজিত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে আর্সেনাল। খেলার ৭৮ মিনিটে এ গোলটি করেন অঁরি। এদিন অঁরির এ সাফল্য কর্পোরেট বক্সে বসে সপরিবারে উপভোগ করেন মেজর লীগ সকারের আরেক তারকা ডেভিড বেকহ্যাম। গুরু আর্সেন ওয়েঙ্গার এতে যারপরনাই খুশি। ম্যাচ শেষে বলেন, ‘এটা স্বপ্নের মতো। আপনি যদি কোন শিশুকে ফুটবল নিয়ে গল্প শোনাতে চান, তবে আজকের কাহিনীটা শোনাতে পারেন। এমন ঘটনা খুব কমই ঘটে।’ গোলটি ছিল ট্রেডমার্ক হেনরি স্টাইলেরই। বাঁ পায়ে বল নিয়ে বাঁপ্রান্ত দিয়ে লিডসের গোলমুখে ঢুকে পড়েন অঁরি। অসাধারণ স্কিলে পা বদল করে ডান পায়ে কোণাকুণি বল ঠেলে দেন গোলে। দলের গুরুত্বপূর্ণ সময়ে হেনরির এ গোল উদযাপনে গ্যালারি ভর্তি দর্শকরাও দেখান আলাদা সম্মান। ৩৪ বছর বয়সী অঁরির গোলটির পর ১০ মিনিটের ওপর দাঁড়িয়ে উৎসবমুখর ছিল আমিরাত স্টেডিয়ামের পুরো গ্যালারি। সাড়ে ৪ বছর পর আর্সেনালের জার্সি গায়ে তোলা অঁরির উচ্ছ্বাসটাও বেশ। জয় শেষে বলেন, ‘গোল পেয়ে যাওয়ার মুহূর্তে আমার অনুভূতি ছিল অন্যরকম। এ রাতটা কখনও ভোলার নয়।’ ২০০৭ সালে আর্সেনালের তাঁবু ছেড়ে স্পেনের বার্সেলোনায় যোগ দেন থিয়েরি অঁরি। দু’বছর আগে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ক্যারিয়ার বেছে নেন এ ফরাসি। বর্তমানে নিউ ইয়র্ক বুলসের চুক্িতবদ্ধ ফুটবলার তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘরোয়া মওসুম শেষে অবকাশে দু’ মাসের জন্য হেনরিকে ধারে খেলতে এনেছে আর্সেনাল। আর্সেনালের হয়ে এর আগে টানা ৮ বছরের ক্যারিয়ারে ২২৬ গোল করে রেখেছিলেন হেনরি।
No comments