ছায়ামেঘ রোদ্দুর by শিমুল আহমেদ

দুপুর গড়িয়ে প্রায় বিকেল। তবু যেন সূর্য মামার দেখা নেই আকাশে। শীতের হিম হাওয়াকে উপেক্ষা করে কণা এসে হাজির। কফির কাপে চুমুক দিচ্ছেন তিনি। ওদিকে বাপ্পা মজুমদার আগের দিন [১৬ ডিসেম্বর] বিজয় কনসার্টে গেয়ে অনেক রাতে বাড়ি ফিরেছেন। ঘুমাতে প্রায় ভোর হয়েছে তার। ঘুম জড়ানো চোখে তড়িঘড়ি রওনা দিয়েছেন। কয়েক মিনিটের মধ্যে এসে তিনি হাজির গান ও কথার আড্ডায়। ইদানীং বাপ্পার সুর ও সঙ্গীতে কণার গানগুলো জনপ্রিয়


হয়েছে। অজানা তথ্য হলো, বাপ্পার একক 'দিন বাড়ি যায়' অ্যালবামের 'অবাক চেয়ে' গানের একটি অংশে কণা হামিং করেছিলেন। ২০০৩ সালে আবদুন নূর তুষারের মাধ্যমে বাপ্পা ও কণার প্রথম সাক্ষাৎ। সেদিন বাপ্পার আসার কথা শুনেই তার সঙ্গে পরিচিত হতে অপেক্ষায় ছিলেন কণা। 'বাপ্পা ভাইয়ের গানের দারুণ ভক্ত আমি। একটি কাজের সুবাদে তুষার ভাইয়ের কাছে গিয়েছিলাম। এরপর যখন জানতে পারি, বাপ্পা ভাই আসবেন। তখন অনেক আনন্দ হয়েছিল। তার সঙ্গে পরিচয় হবে, কথা বলব; এসব ভেবে ভালো লাগছিল। তবে কী কথা বলব ভেবে পাচ্ছিলাম না। অবশেষে বাপ্পা ভাই এলেন। তার সঙ্গে পরিচয় হয়। তখন তার সুর-সঙ্গীতে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম।'
এর কিছুদিন পর বাপ্পার সুর-সঙ্গীতে কণা 'চোখের জলে' শিরোনামের একটি গান গাইলেন। তবে সেটি এখনও প্রকাশ হয়নি কোনো অ্যালবামে। এ পর্যন্ত দু'জন মিলে বেশ কয়েকটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতপিপাসুদের কাছে বাপ্পা মজুমদার ও কণার গ্রহণযোগ্যতা বরাবরই একটু আলাদা। অডিও অ্যালবামের তুলনায় চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্রে দু'জনের গাওয়া দ্বৈত গানের সংখ্যা বেশি। সম্প্রতি 'আই লাভ ইউ' ছবিতে গান গাওয়ার জন্য দু'জনই সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। এ ছাড়া শব্দ প্রকৌশলী হিসেবেও এবার একই পুরস্কার পেয়েছেন বাপ্পা। আকাশে তাকিয়ে হঠাৎ তিনি বললেন_ 'আজ তো সূর্যের দেখা নেই। ছবি তুললে কি ভালো হবে। বাইরে কিছুটা আলো আছে, চলো আমরা ছবিটা তুলে আসি।'
গত রোজার ঈদে প্রিন্স মাহমুদের কথা ও সুরে প্রকাশিত 'নির্বাচিতা' অ্যালবামে বাপ্পা মজুমদার ও কণার কণ্ঠে 'ছায়া মেঘ' গানটি প্রশংসা কুড়িয়েছে। 'তোমায় ভালোবাসি, তাই ছায়ামেঘ আমি হব যখন রোদ্দুরে তুমি হাঁটো'_ গানটির এমন কথায় ভালোবাসার মানুষের মনের কথা ফুটে উঠেছে। অ্যালবামে তাদের একার কণ্ঠেও গানটি রয়েছে। পাশাপাশি বাপ্পার সুর-সঙ্গীতে কণার তৃতীয় একক 'সিম্পলি কণা'র 'ধিমতানা' গানটি ও এর মিউজিক ভিডিও জনপ্রিয় হয়েছে। এ অ্যালবামের আরও পাঁচটি গানের সুর-সঙ্গীত করেছেন বাপ্পা। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ব্রুনাইয়ের একই মঞ্চে গত বছর তারা দ্বৈত গান পরিবেশন করেছেন। 'কনসার্ট প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী ২৫ ডিসেম্বর সঞ্জীবদার [সঞ্জীব চৌধুরী] জন্মদিন। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিবেশন করবে আমাদের ব্যান্ড দলছুট। সঞ্জীবদাকে ছাড়া খুব একাকী লাগে মাঝে মধ্যে। তিনি যেখানে আছেন, ভালো থাকুন।' বাপ্পা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। দলছুটের প্রয়াত শিল্পীর কথা এলে আবেগ ধরে রাখা সত্যিই দুষ্কর। তবুও জীবন বয়ে চলে নদীর মতো। বর্তমান সময়ের জনপ্রিয় গানগুলোর সুর-সঙ্গীত নিয়ে বাপ্পা বলেন, 'যখন কোনো গান হিট করে, তখন সবাই সেটাকে অনুসরণ করতে থাকে। শুধু গানের বেলায় নয়, যে ব্যবসায় ভালো মুনাফা আসে সবাই ওটার দিকে ঝুঁকে পড়ে। যেমন ফাস্টফুডের দোকানগুলোর বৃদ্ধির কথাই বলা যায়।'
গানের আলোচনায় চলে এল বাপ্পার নির্মাণাধীন একক 'বেঁচে থাক সবুজ'। শোনা যাচ্ছে, এ অ্যালবাম নাকি এখন অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এ বিষয়ে বাপ্পা জানান, 'আমি আমার এ অ্যালবামের গান নিয়ে তেমন সন্তুষ্ট নই। তাই অ্যালবামের গানগুলো একটু পরির্বতন করছি। গানগুলোয় আরও ভিন্নতা আনা হবে। এখনও অনেক কাজ বাকি।'
কণার মুখ থেকে বাপ্পা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তবে বাপ্পা ঠিকই মূল্যায়ন করেছেন। তার ভাষ্য, 'কণার ভালো দিক, ও সব কাজই খুব যত্ন নিয়ে করে। ওর কণ্ঠে যে কোনো গানই মানিয়ে যায়। বিভিন্ন রকম কণ্ঠেও গাইতে পরদর্শী কণা। তবে ওর কিছু মন্দ দিকও আছে! কণা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগে। কিছুদিন আগে গান নাকি অভিনয়কে প্রাধান্য দেবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল ও।'

No comments

Powered by Blogger.