বিপিএলের রঙিন পথচলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই বেজে উঠল দেশের প্রথম বিশ্বমানের টি২০ লীগের ঘণ্টা।
ধারে ও ভারে ভারতের কোটিপতি লীগ আইপিএলের চেয়ে কোনো অংশে যে কম যাবে না বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০), তা গতকাল টের পাইয়ে দিয়েছে বিসিবি। গতকাল ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গেম অন স্পোর্টস আর ভার্গো মিডিয়া চ্যানেল নাইনয়ের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যেকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাজি ফুটিয়ে,


ডিজে এনে বিপিএল তার রঙিন পথাচলা শুরু করল। ৪৪.৩৩ মিলিয়ন ডলারের চুক্তিতে বিপিএল পরিচালনার দায়িত্ব বিসিবি তুলে দিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটির হাতে। ৯ থেকে ২৯ ফেব্রুয়ারি ঢাকা আর চট্টগ্রামে মিলিয়ে শুরু হবে বিপিএল। দেশের ছয়টি বিভাগের নামে ফ্রাঞ্চাইজ সিস্টেমে দল গড়ার দায়িত্বও থাকবে তাদের হাতে। ছয় দলের জন্য ৭৫ বিদেশি ক্রিকেটারকে নিলামে তুলবে ওই কোম্পানিটি। ৫ ফেব্রুয়ারি নিলামে ডাক ওঠানো হবে। স্টার স্পোর্টস, ইএসপিএন কিংবা টেন স্পোর্টসের মতো স্যাটেলাইট স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এই বিপিএল। এদিন জমকালো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এবং বিপিএল গর্ভনিং কাউন্সিল গাজী আশরাফ হোসেন লিপু, বিপিএল গর্ভনিং কাউন্সিলের সেক্রেটারি সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর এবং গেম অব স্পোর্টসের ডিরেক্টর অঞ্জন গাঙ্গুলি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপিএলকে বাংলাদেশ ও বিদেশে জনপ্রিয় করার ঘোষণা দেন অঞ্জন গাঙ্গুলি। তিনি আশ্বাস দেন, ফেব্রুয়ারিতে শুরু হওয়া বাংলাদেশের এ ঘরোয়া টি২০ লীগের উদ্বোধন অনুষ্ঠান বিশ্বমানের করা হবে। বিশ্বের নামিদামি সব তারকা ক্রিকেটারেরও এ টুর্নামেন্টে খেলার নিশ্চয়তা দেন তিনি।

No comments

Powered by Blogger.