রেল চলবে গাড়ির গতিতে: সুরঞ্জিত সেনগুপ্ত

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘গত ৪০ বছর আগে দেশে যেখানে ৬০০ কিলোমিটার সড়ক ছিল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার কিলোমিটার। অথচ একই সময়ের ব্যবধানে ৪০০ কিলোমিটার থেকে বেড়ে রেললাইন হয়েছে মাত্র ৪৩৫ কিলোমিটার। এটা দুঃখজনক ঘটনা। এ অবস্থার উত্তরণে বর্তমান সরকার কাজ করছে। আমাদের আশাবাদ—গরুর গাড়ির গতিতে নয়, রেল চলবে গাড়ির গতিতে। এবং সেটা অবশ্যই নির্দিষ্ট সময়ে।’


আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। সভায় বৃহত্তর সিলেটের সাংসদ, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মন্ত্রী রেলের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের কথা তুলে ধরেন।
রেলমন্ত্রী আরও বলেন, ‘সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারিত হবে। ছাতক-সুনামগঞ্জ ও মোহনগঞ্জ-ধর্মপাশা রেললাইন স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকারের আমলেই শেষ হবে। এটা হলে হাওরের মানুষের যোগাযোগ বিড়ম্বনা অনেকটাই কমে যাবে। সিলেট-ভৈরব ডাবল লাইন করা হবে। এটা হয়ে গেলে আখাউড়া বাইপাস করা হবে। তখন ঢাকা যেতে পাঁচ-ছয় ঘণ্টার বেশি লাগবে না।’
রেলের উন্নয়নে নেওয়া সরকারের পদক্ষেপ সম্পর্কে জানাতে গিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ঢাকা-টঙ্গী, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুরে কমিউটার ট্রেন চলবে। জনগণের সুবিধার্থে সারা দিন এই ট্রেন চলবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যেখানে লাইন রয়েছে সেখানে ওভারব্রিজ নির্মাণ করা হবে।’

No comments

Powered by Blogger.