বার্সেলোনাকে হারানো অসম্ভব :নেইমার

ক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ণায়ক টুর্নামেন্ট কোপা লিবারতাদোরেস কাপ জয়ের পর যেন আকাশে উড়ছিল স্যান্তোস। সেই সঙ্গে স্যান্তোসের স্ট্রাইকার নেইমারও। স্বপ্ন দেখছিল ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের। চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন বার্সেলোনা আছে জানার পরও নেইমারের স্বপ্ন শুধুই বিস্তৃত হচ্ছিল। বার্সেলোনা এবং মেসিকে উড়িয়ে দিয়ে তারা শিরোপা উৎসব করার আয়োজন করছিল। সেমিফাইনালে জাপানের কাশিওয়া রেসলের বিপক্ষে চমৎকার


জয় তাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কল্পনা আর বাস্তবের মাঝে যে বড় পার্থক্য তা বুঝতে নেইমার বেশি সময় নেননি। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হয়েই বুঝতে পেরেছিলেন বার্সেলোনার সঙ্গে স্যান্তোসের পার্থক্যটা কত ব্যাপক। সেই সঙ্গে মেসির সঙ্গে নেইমারের পার্থক্যটাও ধরতে খুব বেশি কষ্ট করতে হয়নি। বার্সেলোনার দুর্দান্ত খেলার চমকে স্যান্তোস এবং নেইমারকে মাঠে দর্শকের ভূমিকা নিতে হয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে নেইমার দেখেছেন মেসির ফুটবল জাদু। ম্যাচে স্যান্তোসকে নাস্তানাবুদ করে বার্সেলোনা ৪-০ গোলে জয় পায়। এ হারে নেইমারও আকাশ থেকে নেমে এসেছেন মাটিতে। তাই বুদ্ধিমানের মতোই বার্সেলোনার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিতে মোটেও দেরি করেননি তিনি। বার্সেলোনাকে সেরা ক্লাব হিসেবে অভিহিত করে নেইমার বলেন, 'বার্সেলোনাকে থামানো অসম্ভব। তাদের কাছে আমরা হেরেছি; কিন্তু আমরা বিশ্ব ফুটবলের দ্বিতীয় সেরা দল। এটা আমাদের জন্য বড় পুরস্কার।' নেইমারের সঙ্গে স্যান্তোস কোচ মুরিসি রামালহোও সুর মিলিয়েছেন। বলেন, 'বিশ্বের সেরা দল বার্সেলোনা। কোনো দলই তাদের সমকক্ষ নয়। এ মুহূর্তে তাদের হারানো কঠিন। তাদের কাছে আমাদের এ হারটা মোটেও অসম্মানের নয়।'
প্রতিপক্ষের খেলোয়াড় এবং কোচ যখন বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ তখন চুপ করে থাকাটা মোটেও সমীচীন মনে করেননি বার্সা কোচ পেপ গার্দিওলা। বার্সা কোচ বলেন, 'আমার খেলোয়াড়রা শিল্পীর মতো। তাদের মনে যা চায় মাঠে তারা তা আঁকতে পারে। এটা আসলে দুর্দান্ত পারফরম্যান্স। আমরা সবসময় মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাই। সেই সঙ্গে জায়গা বের করতে চাই। আমরা জানতাম নেইমার এবং বোর্গেস বিপজ্জনক খেলোয়াড়। সে জন্য এ ম্যাচে তাদের বল সরবরাহের পথটা বন্ধ করে দিতে চেয়েছিলাম। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। আমি শুধু দুর্দান্ত কিছু খেলোয়াড়ের সঙ্গে কাজ করছি, যারা সবসময় জয় চায়। এ সাফল্যের সব কৃতিত্ব তাদের।'

No comments

Powered by Blogger.