নতুন বছরেও মার্কিন অর্থনীতির জন্য ভালো খবর নেই

সছে নতুন বছরেও মার্কিন অর্থনীতিতে নেতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিতে চলতি নানামুখী চ্যালেঞ্জকে কারণ হিসেবে উল্লেখ করে এ রকম আশঙ্কা করছেন খোদ মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, মার্কিন আবাসন খাতের সংকট এবং রফতানি মন্দা আগামী ২০১২ সালেও অব্যাহত থাকতে পারে। মার্কিন অর্থনীতির প্রধান বাজার ইউরোপের সার্বিক অর্থনৈতিক মন্দার কারণে এ চলতি মন্দা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব নয় বলে


জানিয়েছেন তারা। খবর জিনহুয়া। ভার্জিনিয়ার রাজধানী রেসমন্ডের ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রেসিডেন্ট জেফারি লেকার গত সোমবার স্থানীয় চেম্বার আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ২ থেকে আড়াই শতাংশের বেশি হারে বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তার মতে, মার্কিন অর্থনীতির প্রধান বাজার ইউরোপের সার্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে। ফলে নতুন বছরেও আয়ের প্রধান উৎস রফতানি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না। ব্যাংক অব আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন টি মোইনিহানও প্রায় অভিন্ন সুরে কথা বলেছেন। আসছে ২০১২ সাল আরও একটি গুমোট বছর বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বড় কোম্পানির কোনোটাই আগামী বছরে বড় অঙ্কের বিনিয়োগ বিষয়ে আশাবাদী নয়।
তবে গত নভেম্বরের হিসাবে বেকারত্বের হার কমেছে উল্লেখযোগ্য হারে। আগামী কয়েক প্রান্তিক জুড়ে এ অবস্থা চলতে পারে বলে মনে করেন তিনি।

No comments

Powered by Blogger.