শ্যামল নামের ছেলেটি by জামান

'গেরিলা' চলচ্চিত্রে আলম চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন 'শ্যামল'। এ ছাড়া তাঁর অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। তরুণ প্রতিভাবান এই অভিনেতার অভিনয় জীবন ও অনান্য বিষয় নিয়ে কথা বলে বিস্তারিত লিখেছেন জামান বাবার হাত ধরে অভিনয়ে তাঁর পথচলা শুরু। বাবা (গোলাম মোস্তফা) পিজি হাসপাতালের অ্যাডমিন বিভাগে চাকরি করতেন। প্রত্যেক বছর সেখানে মঞ্চ নাটক হতো। তখন থেকেই বাবার সঙ্গে মঞ্চে অভিনয়
শুরু। শ্যামল বলেন, '১৯৯২ সালে বাবার সঙ্গে মঞ্চে কাজ করার পর মঞ্চের প্রতি ভালোবাসা জন্মায়। এর পর দেশ নাটকে ২০০৪ সাল থেকে পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করি।' দলের হয়ে 'জনমে জন্মান্তরে' নাটকে 'চান্দু' ও 'বিরসাকাব্য' নাটকে 'শিবন ও ঢোলক' চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এ ছাড়া 'প্রকৃত পুরাণ' নাটকে মিউজিকের কাজও করেছেন তিনি।
২০০৭ সালে সুমন আনোয়ারের 'রোদ-বৃষ্টির শহরে' ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম টেলিভিশনে হাজির হন। শ্যামল জানান, 'দলের সিনিয়র কর্মী ছিলেন সুমন ভাই। তিনি হঠাৎ একদিন ফোন দিয়ে আমাকে এই নাটকে অভিনয়ের কথা বলেন। একই সময় 'সিসিমপুর'-এ পাপোটিয়ার হিসেবে কাজ করি।' এরই মধ্যে হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন শ্যামল। স্ত্রী নন্দিনীই তাঁকে অভিনয়ের পথে হাঁটতে সবচেয়ে বেশি উৎসাহ জোগান। বিয়ের পর ফটোসেশন করে বিভিন্ন অ্যাড এজেন্সিতে ছবি জমা দেন তিনি। আফজাল হোসেনের অ্যাড এজেন্সি থেকে 'এইডস'-এর দুটি বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ হয় তাঁর। এরপর প্রাণ জুস ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়।
পড়াশোনা কিন্তু এখনো শেষ হয়নি শ্যামলের। তিতুমীর কলেজ থেকে সবে মার্কেটিংয়ে অনার্স সম্পন্ন করেছেন। এ পর্যন্ত তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে গোলাম সোহরাব দোদুলের ধারাবাহিক 'সবুজ নক্ষত্র', ফেরদৌস হাসানের 'কাজরী' ও আশরাফুল আলম রিপনের 'পোস্টার'। বর্তমানে তাঁর বেশ কিছু নাটক প্রচারিত হচ্ছে। এর মধ্যে রয়েছে_এনটিভিতে 'সবুজ নক্ষত্র', দেশ টিভিতে 'সাতকাহন', এনটিভিতে 'দূর পাহাড়ের বাতাসে', বাংলাভিশনে 'লেডিস ফার্স্ট', এনটিভিতে 'বন্ধু আমার'। শ্যামল তাঁর ক্যারিয়ার নিয়ে বলেন, 'বিয়ের পর সংসারে সবার কী হয় জানি না, কিন্তু আমার জীবনে বিয়ের পরই সব উন্নতি ঘটেছে। আমি অনেক এলোমেলো ছিলাম। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সময় এসেছে এখন। মঞ্চ থেকে আমি শুধু অভিনয়ের শিক্ষা নয়, জীবনেরও অনেক কিছু শিখেছি।' কিছুদিন আগে মুক্তি পাওয়া 'গেরিলা' ছবিতে অভিনয় সম্পর্কে তিনি বলেন, 'বিবিসির বিশ্বাস নাটকে অভিনয় করতে গিয়ে পরিচালক নাসির উদ্দীন ইউসুফের মেয়ে এশার সঙ্গে পরিচয়। তিনিই এ চলচ্চিত্রে অভিনয়ের কথা বলেন এবং আমি রাজি হয়ে যাই।'
শ্যামল অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এর মধ্যে রয়েছে_ফেরদৌস হাসানের 'পা রেখেছি যৌবনে', রিপন নবীর 'ঝিনুক ফোটা সাগর বেলা', চয়নিকা চৌধুরীর 'মুনসুন রেইন'। কোন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছে, এ প্রশ্নের উত্তরে হেসে বললেন, 'চোরের চরিত্রে কখনো অভিনয় করিনি, করতে চাই।'

No comments

Powered by Blogger.