গানে ফিরছেন আসিফ by রবিউল ইসলাম জীবন

০১০ সালের শুরুতে চলচ্চিত্রের গান থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। একই বছর ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে অডিও থেকেও সরে যাওয়ার ঘোষণা দেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী। কারণ হিসেবে তখন তিনি ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি অডিও শিল্পের নানা রকম অনিয়মের কথা বলেছিলেন। তবে আসিফের ভক্ত-শ্রোতা-শুভাকাঙ্ক্ষীরা দাবি জানিয়েছিলেন, আসিফ যেন সিদ্ধান্তটি বদল করেন।
এ বছরের মাঝামাঝি সময়ে টিভির কয়েকটি লাইভ শোতে গান করেন আসিফ। সেখানে দারুণ সাড়া পান। সিনিয়র শিল্পী থেকে শুরু করে অনেকেই আসিফকে গানে ফেরার আহ্বান জানান। প্রায় দুই বছর পর সিদ্ধান্তের বরফ গলতে শুরু করেছে আসিফের। আবার গানে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই আবার শোনা যাবে 'ও প্রিয়া তুমি কোথায়'খ্যাত এই গায়কের কণ্ঠ। এ সম্পর্কে কথা হয় আসিফের সঙ্গে। তিনি বলেন, 'গত দেড়-দুই বছরে প্রযোজক, পরিচালক, গীতিকার, সুরকার, শিল্পী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তসহ বিভিন্ন মাধ্যমের অসংখ্য মানুষ গানে ফেরার জন্য অনেক অনুরোধ করেছেন। তা ছাড়া গান তো আমার রক্তের সঙ্গেই মিশে আছে। এসব দিক বিবেচনা করেই আবার গানে ফেরার কথা ভাবছি। আমি যেভাবে সংবাদ সম্মেলন করে বিদায় নিয়েছি, ঠিক সেভাবে সংবাদ সম্মেলন করেই ফিরব। অচিরেই এ বিষয়ে সবাই জানতে পারবেন।'
এরই মধ্যে এ ব্যাপারে মা-পরিবার-বন্ধুদের সঙ্গে প্রাথমিক আলাপও সেরে ফেলেছেন আসিফ। তবে শুরুতে চলচ্চিত্রের গান, দেশ-বিদেশের স্টেজ শো এবং টিভি লাইভে গাওয়ার আভাস তাঁর কণ্ঠে। অডিওতে ফিরবেন কবে_এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে আসিফ বলেন, 'সময়ই সব কিছু বলে দেবে।'
একটি সূত্র জানায়, গান গাওয়ার ক্ষেত্রে এবার আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন আসিফ। শিল্পী সম্মানী এবং রয়্যালটিসহ অন্যান্য বিষয়ে এবার আগের চেয়ে মনোযোগী হবেন তিনি। নিজের শর্তগুলো পছন্দ হলে তবেই কণ্ঠ মেলাবেন নতুন গানে, অন্যথায় নয়।

No comments

Powered by Blogger.