ফুটবল দলের ভারতীয় ভিসা জটিলতা-কলকাতা সফর বাতিল

কোচ ইলিয়েভস্কিসহ পাঁচজনের ভিসা না হওয়ায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল দলের কলকাতা সফর স্থগিত করেছিল। চার দিন পর 'স্থগিত' শব্দটা হয়ে গেল 'বাতিল'। বাফুফে আশা করেছিল গতকাল অবশিষ্টদের ভিসা হবে, তাই সন্ধ্যায় কলকাতা যাওয়ার সব প্রস্তুতিও নিয়ে রেখেছিল তারা। কারণ ঢাকার ভারতীয় দূতাবাস গতকাল যোগাযোগ করতে বলেছিল তাদের। দুপুর আড়াইটার দিকে খেলোয়াড়রা বাফুফে ভবন


থেকে নেমে এলেন সামনের মাঠে, অফিসিয়াল ফটোসেশনে অংশ নিতে। বিমানবন্দরে রওনার মানসিক প্রস্তুতিই ছিল সবার; কিন্তু তখনই খবর আসে বাকি পাঁচজনের ভিসা হয়নি, তাই যাওয়া হচ্ছে না। বাফুফে সহসভাপতি বাদল রায় তখনও অবস্থান করছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে দেন কলকাতা যাওয়ার টিকিট বাতিল করতে।
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দিলি্ল যাওয়ার আগে কলকাতায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। ২৬ নভেম্বরের ম্যাচটি বাতিল করা হয়েছিল চার দিন আগে, গতকাল বাতিল হলো আজকের নির্ধারিত ম্যাচটি। ফুটবল দল এখন কবে নাগাদ দিলি্ল যেতে পারবে, তাও অনিশ্চিত। এ নিয়ে বাফুফে কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ। সহসভাপতি বাদল রায় আগে বলেছিলেন, কোচ ইলিয়েভস্কির ভিসা না হলে দল কলকাতা পাঠাবেন না। এখন আরও কঠোর অবস্থানে তারা। গতকাল বলেছেন, 'কেবল কোচই নন, ৩০ সদস্যের দলের একজনকেও ভিসা দেওয়া না হলে ফুটবল দল দিলি্ল যাবে না। কারণ এটা দলীয় খেলা। কাউকে রেখে যাওয়া সম্ভব নয়। তাছাড়া কেউই সেখানে বেড়াতে যাচ্ছেন না। সবাই বিভিন্ন দায়িত্ব নিয়েই সেখানে যাবেন।'
কোচ ইলিয়েভস্কি, গোলরক্ষক কোচ ইউসুফ এবং তিন খেলোয়াড় মামুন খান, রেজাউল করিম এবং তৌহিদুল আলমের ভিসার জন্য আবার অনলাইনে আবেদন করা হয়েছে। 'আবেদন করেছি; কিন্তু তাদের সাক্ষাৎকারের সময় পাচ্ছি না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হলে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারের সময় না পাওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব হবে না।'
২ ডিসেম্বর দিলি্লতে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সময় মাত্র চার দিন বাকি। অথচ ভিসা জটিলতার কারণে ফুটবলাররা সেখানে কবে পেঁৗছবেন, তা এখনও অনিশ্চিত। বাংলাদেশ দলনেতা হারুনুর রশিদ বলেন, 'আজ না কাল, আবার কাল না পরশু_ যাওয়ার সিদ্ধান্ত এভাবে ঘনঘন পাল্টানোয় এর নেতিবাচক প্রভাব পড়ছে দলে। বিমানবন্দরে যাওয়ার জন্য পোশাক পরে আবার খুলতে হয়েছে তাদের। আমি বলব, এতে মানসিক একটা চাপ তৈরি হচ্ছে খেলোয়াড়দের মধ্যে। কবে যেতে পারবে দল, তা নির্দিষ্ট হওয়া উচিত।' এই চারজনের ভিসা যদি ১ ডিসেম্বর দেওয়া হয় তখন কী করবে বাফুফে? বাদল রায় বলেন, 'আমাদের খেলা ২ ডিসেম্বর। একদিন আগে ভিসা পেলে দল যাবে কী যাবে না, তখন সে সিদ্ধান্ত নেব।'
ভিসা না পাওয়ায় আরও একটি প্রস্তুতি ম্যাচ বাতিল হলো। এ প্রসঙ্গে কোচ নিকোলা ইলিয়েভস্কি বলেন, 'আমি তো দক্ষিণ কোরিয়া, চীন, পাকিস্তান, মালয়েশিয়া ও লেবাননসহ অনেক দেশ ভ্রমণ করেছি। এ সমস্যা কখনও হয়নি।' রসিকতা করে কোচ বলেন, 'যেতে না পারলে ঢাকায় বসে মোবাইলে দল পরিচালনা করব।' কলকাতা সফর বাতিল হওয়ায় আরও কয়েকদিন ঢাকায় অনুশীলন করতে হচ্ছে দলকে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুশীলন করাবেন কোচ। সাফের আগে কোচ আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলাবেন না।

No comments

Powered by Blogger.