যুবরাজের ক্যান্সার জয়

যুবরাজ সিংয়ের বাঁদিকের ফুসফুসে গলফ বলের মতো একটা পিণ্ড! স্ক্যানিং রিপোর্টে এটা দেখার পর আঁৎকে উঠেছিলেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের মা শবনম সিং। ভয় পাওয়ারই কথা, কারণ ডাক্তারের শঙ্কা মতে এটা 'ম্যালিগন্যান্ট টিউমার' হলে মৃত্যু অবধারিত। ভয় পাননি কেবল যুবরাজ। মাকে আশ্বস্ত করে জানিয়েছিলেন, 'ভুল রিপোর্ট এটা। তেমন কিছু হলে আমি বুঝতে পারতাম। বিশ্বাস করো কোনো সমস্যা হচ্ছে না আমার।' শেষ পর্যন্ত জয়


হয়েছে যুবরাজের আত্মবিশ্বাসেরই। নানা পরীক্ষা-নিরীক্ষা আর টেস্টের পর নিশ্চিত হয়, এটা টিউমারই তবে নন-ম্যালিগন্যান্ট। এ ধরনের টিউমারে জীবনের ঝুঁকি নেই, চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়ও হয়ে যায়।
নিশ্চিত না হওয়া পর্যন্ত অবশ্য প্রতিটা সেকেন্ডে ছেলের মৃত্যু কল্পনা করে কান্নায় ভেঙে পড়তেন মা শবনম। দুঃসহ সেই দিনগুলোর কথা জানালেন গতকাল, 'ও কখনো ভয় পায়নি কিন্তু ভেবেছিলাম হয়তো আমাকে সান্ত্বনা দিতেই করছে এমনটা। ক্রিকেটে যেমন লড়াই করে তেমনি লড়তে চাচ্ছে জীবনের সঙ্গেও। আমি ধরেই নিয়েছিলাম ফুসফুসে ক্যান্সার হয়েছে ওর। ছেলেকে হারানোর কথা ভেবে কাঁদতাম সব সময়। কেউ মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা।'
ফুসফুসের টিউমারটা ক্যান্সার নয়, যুবরাজ এটা নিশ্চিত হয়েছেন গত মাসে। অর্থাৎ ইংল্যান্ড সফরে তিনি গিয়েছিলেন 'ক্যান্সার হয়েছে' ধরে নিয়েই। সেখানে খেলা একমাত্র টেস্টে খেলেছিলেন ৬২ রানের ইনিংসও। তবে এরপর আঙুলে চোট পাওয়ায় ফিরতে হয় দেশে। গত অক্টোবরে করা তৃতীয় 'বায়োপসি'তে নিশ্চিত হন টিউমারটা ক্যান্সারে পরিণত হয়নি। এ থেকে সেরে উঠতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন যুবরাজ। আর গতকাল ভারতীয় দৈনিক দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, 'এটা গুরুতর কিছু না। খেলায় ফিরতে আমার কেবল কিছুদিন অনুশীলন করা দরকার। আশা করছি ফিট হয়ে দলে ফিরব দ্রুত।'
এত বড় খবরটা অবশ্য ভারতীয় বোর্ডের কয়েকজন কর্মকর্তা, প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত আর দলের ঘনিষ্ঠ কজন বন্ধু ছাড়া জানতেন না কেউই। জানাজানি হয় ওয়ানডে সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরই। এত দিন বোর্ড আর দলের খেলোয়াড়রা পাশে থাকায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানালেন যুবরাজের মা, 'এ সময়ে ভারতীয় বোর্ড পূর্ণ সমর্থন জানিয়েছে যুবরাজকে। দলে ওর বন্ধুরাও পাশে ছিল সব সময়, যা দেখে আবেগী হয়ে পড়ত যুবরাজ। মাঠে ফেরার জন্য এখন অনুশীলন শুরু করেছে ও আর আশা করছে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে খেলার।' পিটিআই

No comments

Powered by Blogger.