পাহাড়ি ঢল by আনিস মাহমুদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রাম। উপজেলা সদর থেকে সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কের ওপর দিয়ে বইছে উজানের পানি। নদ-নদী ও হাওরের পানি উপচে পড়ছে এলাকায়। পানির স্রোত ঠেলে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও যানবাহন।
জলপ্রপাতের মতো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলজলপ্রপাতের মতো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলস্রোত ঠেলে বাড়ি ফিরছেন এক ব্যক্তিস্রোত ঠেলে বাড়ি ফিরছেন এক ব্যক্তিসড়কে পানি থাকায় চলছে না যানবাহন। তাই বড় দুর্ভোগসড়কে পানি থাকায় চলছে না যানবাহন। তাই বড় দুর্ভোগঢলের পানিতে বাইক বিকলঢলের পানিতে বাইক বিকলহাঁটুপানি মাড়িয়ে যাচ্ছেন দুই নারীহাঁটুপানি মাড়িয়ে যাচ্ছেন দুই নারীঢলের পানিতে হাওর আর সড়ক একাকার। ভেলা নিয়ে যাচ্ছে দুই শিশুঢলের পানিতে হাওর আর সড়ক একাকার। ভেলা নিয়ে যাচ্ছে দুই শিশুসড়কে ঝুঁকি নিয়ে চলছে কিছু যানসড়কে ঝুঁকি নিয়ে চলছে কিছু যাননৌকায় বাড়ি ফিরছেন স্থানীয় লোকজননৌকায় বাড়ি ফিরছেন স্থানীয় লোকজনউজান থেকে আসা পানিতে জাল দিয়ে মাছ শিকারউজান থেকে আসা পানিতে জাল দিয়ে মাছ শিকার

No comments

Powered by Blogger.