যৌতুক ॥ আশুলিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা

 আশুলিয়ায় যৌতুকের বলি হলো গৃহবধূ অঞ্জলি রানী সরকার। শুক্রবার দুপুরে অঞ্জলিকে জিরাবো পুকুরপার (কণ্ঠনবাগ) এলাকায় ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষে শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে তালাবদ্ধ করে তার স্বামী দিলিপ পালিয়ে যায়।
আশপাশের লোকজন তালা ভেঙ্গে অঞ্জলি রানীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় অঞ্জলির মৃতু্য ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৯ মাস আগে জয়দেবপুর উপজেলার মীরেরগাঁও গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে অঞ্জলির সাথে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ঠাঠাঙ্গা (গাছবাড়ী ) গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী দিলিপ সরকারের বিয়ে হয়। বিয়ে হওয়ার এক মাসের মধ্যে ব্যবসা করার অজুহাতে অঞ্জলির বাবার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে দিলিপ। নানা অভাব অনটনের মধ্যেও অঞ্জলির বাবা জামাতার দাবিকৃত যৌতুকের মধ্যে এক লাখ টাকা গত বছরের ডিসেম্বর মাসে দিলিপকে দেন। ওই টাকা নিয়ে দিলিপ সাভার উপজেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে স্বর্ণের ব্যবসা শুরম্ন করে। দিলিপ ব্যবসা বৃদ্ধির অজুহাতে অঞ্জলির বাবার কাছে যৌতুকের অবশিষ্ট আরও ১ লাখ টাকা প্রদানের জন্য চাপ দিতে থাকে। অঞ্জলির বাবা আর কোন টাকা দিতে পারবে না বলে জামাতাকে জানিয়ে দিলে দিলিপ স্ত্রী অঞ্জলির ওপর ৰিপ্ত হয়ে ওঠে। অনুমানিক ১৫ দিন আগে অঞ্জলিকে ঠাঠাঙ্গা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসে জিরাবো এলাকার পুকুড়পাড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। বাবার কাছ থেকে অবশিষ্ট ১ লাখ টাকা নিয়ে আসার জন্য অঞ্জলিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরম্ন করে। অঞ্জলি তার বাবার কাছ থেকে আর কোন টাকা আনতে পারবে না বলে জানিয়ে দিলে পাষা- স্বামী শুক্রবার দুপুরে অঞ্জলির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘরে তালা বদ্ধ করে পালিয়ে যায়। অঞ্জলির চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন সেখানে গিয়ে তালা ভেঙ্গে অঞ্জলিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় অঞ্জলির মৃতু্য হয়। খবর পেয়ে গোপাল চন্দ্র বিশ্বাস মেয়ের লাশ শনাক্ত করেন।

No comments

Powered by Blogger.