অপেক্ষায় কুসুম

নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার তার এক দশকের ক্যারিয়ারে দুটি ছবিতে অভিনয় করেছেন। ছবি দুটি হলো খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘গহীনে শব্দ’ ও স্বপন আহমেদের পরিচালনায় ‘লালটিপ’।
এর মধ্যে ‘গহীনে শব্দ’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছে। এরপরই একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কুসুম শিকদার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর গত দু’বছরেও কুসুম শিকদার আর নতুন কোন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে পারেননি। মাঝে স্বপন আহমেদের ‘কুয়াশা’ ছবিতে তার অভিনয়ের কথা ছিল। কিন্তু ছবিটির কাজ বন্ধ হয়ে যাওয়ায় চলচ্চিত্র থেকে কুসুম শিকদার বেশ খাণিকটা দূরেই রয়েছেন। আর বড় পর্দায় অভিনয়ের অপেক্ষায় থাকা এ নায়িকা এখন ছোট পর্দায় বেশ ব্যস্ত। বর্তমানে তিনি অভিনয় করছেন এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘উত্তরাধিকার’ এবং এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দেয়াল’। এছাড়া প্রচার অপেক্ষায় থাকা ‘বোয়িং ৭০৭’ এবং হুমায়ূন আহমেদের গল্পের একটি ধারাবাহিক নাটকের শুটিং করছেন কুসুম শিকদার। কুসুম বলেন, আসলে বর্তমানে নাটকে অভিনয়ের প্রচুর ব্যস্ততা রয়েছে। কিন্তু মাসের বেশিরভাগ সময়ে দেশের বাইরে থাকার কারণে দেশের ধারাবাহিক নাটকে কম অভিনয় করা হচ্ছে। কুসুম কলকাতায় ‘বনলতা’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। এ কারণেই তাকে বেশিরভাগ সময়ে সেখানেই থাকতে হয়। কুসুম শিকদার আরও জানান, দেশে ছোট পর্দা থেকে বড়পর্দায় অভিনয়ের আগ্রহ বেশি আমার। বলতে গেলে আমি বড় পর্দায় অভিনয়ের অপেক্ষায় থেকেই ছোটপর্দায় অভিনয় করছি। ২০০২ সালের লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম হন কুসুম শিকদার। এরপরই শুরু হয় তার মিডিয়ায় পথচলা। এ পর্যন্ত তিনি অসংখ্য ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

No comments

Powered by Blogger.