বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনে শিক্ষকরা-সংসদে প্রধানমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আন্দোলনের নামে তলে তলে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখবেন আর সব হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। এটা হওয়া উচিতও নয়।'
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের এ-সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষকরা আন্দোলনে নেমেছেন, এটা ঠিক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আন্দোলন করতে হবে কেন? আমরা কোনো ধরনের আন্দোলন ও দাবি ছাড়াই শিক্ষকদের বেতন ১০০ ভাগ করেছি। কখন কোথায় কতটুকু করতে হবে সেটা সম্পর্কে আমরা সচেতন।'
প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বাজেটটাও তো বিবেচনা করতে হবে। শিক্ষকদের দাবি পূরণ করতে হলে বাজেটে ৪০ হাজার কোটি টাকা লাগবে। আমরা কি সব উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্টসহ সব উন্নয়নকাজ বাদ রেখে শুধু বেতন-ভাতা দিয়ে যাব? আয় বাড়ুক, আমরা বিষয়টা ভেবে দেখব।'
প্রধানমন্ত্রী আরো বলেন, 'এমপিভুক্তির জন্য একটা নীতিমালা আছে। নিয়মনীতি মানতে হবে। কেউ ইচ্ছামতো স্কুল তৈরি করবে আর এমপিওভুক্তির দাবি করবে, এটা কি সম্ভব?'
অটিজম শিশুদের নিয়ে দলীয় সংসদ সদস্য ড. সিরাজুল আকবরের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'অটিজম শিশুদের জন্য সব শ্রেণী-পেশার মানুষকে সংবেদনশীল হতে হবে। সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে রেখেই এদের বেড়ে উঠতে দেওয়া দরকার।'

No comments

Powered by Blogger.