আসাদের ঘরে আসছে নতুন অতিথি

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাবে এরই মধ্যে ৬০ হাজারেরও বেশি লোক এই সংঘাতে নিহত হয়েছে। চারপাশের এই নৈরাজ্য-অশান্তির মধ্যেই প্রেসিডেন্ট আসাদ একটি সুসংবাদ দিয়েছেন। নতুন অতিথি আসছে তাঁর ঘরে।
আসাদপন্থী লেবাননের একটি পত্রিকা এ খবর জানিয়েছে।
আল-আকবর নামের ওই পত্রিকা দাবি, আসাদের স্ত্রী আসমা গত জুনে অন্তঃসত্ত্বা হন। আসাদ নিজে আল-আকবরে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। আসাদ-আসমা দম্পতির ঘরে ইতিমধ্যে তিন সন্তান রয়েছে। লন্ডনে জন্ম এবং বেড়ে ওঠা আসমা আসাদ বিয়ের আগে ব্যাংকার ছিলেন। ৩৭ বছর বয়সী সিরিয়ার ফার্স্ট লেডি কয়েক মাস ধরে জনসম্মুখে আসেননি। গুজব রয়েছে, ব্যক্তিগত নিরাপত্তার কারণে তিনি সিরিয়া ত্যাগ করেছেন। আসাদের বোন বেশ আগেই দেশ ছেড়েছেন। তাঁর মা দেশ ছাড়েন সম্প্রতি। ধারণা করা হচ্ছে, তাঁরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। আল-আকবরে সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসাদের ভূমিকার প্রশংসা করা হয়। আসাদকে ধীরস্থির ও সংযমী হিসেবে অভিহিত করে পত্রিকাটি।' সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।

No comments

Powered by Blogger.