কুষ্টিয়ায় হিযবুত তাওহীদ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৩

কুষ্টিয়ায় হিযবুত তাওহীদের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ- যুবলীগের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে অনত্মত ১৩ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বড় বাজার লোহাপট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বড়বাজার এলাকায় স্থাপিত হিযবুত তাওহীদ অফিসে গিয়ে জানতে চায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদের কর্মকা- এখনও কেন চলছে? এ নিয়ে তাওহীদ নেতাদের সঙ্গে বচসার এক পর্যায়ে পূর্ব থেকে প্রস্তুত থাকা জঙ্গীরা ছাত্রলীগ-যুবলীগ নেতাকমর্ীদের ওপর হামলা করলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। জঙ্গীরা এ সময় হাতুড়ি, সোর্ড, চাপাতিসহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ চালালে জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মামুন, শহর ছাত্রলীগের সহ-সভাপতি জনি, ছাত্রলীগ নেতা সালাম, যুবলীগ নেতা হাবু, জামাল, মাছুম ও পল্টুসহ কমপ ে১৩ জন গুরম্নতর আহত হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই এক জঙ্গীকে গ্রেফতার করতে সম হয়েছে। রাতে ছাত্রলীগের নেতাকমর্ীরা হিযবুত তাওহীদের আসত্মানা গুঁড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামরা দায়ের হয়েছে।

No comments

Powered by Blogger.