বিডিআর-বিএসএফ গুলিবিনিময় ॥ সিলেট সীমান্তে রেড এ্যালার্ট

 সিলেট সীমান্তে বিডিআর-বিএসএফের মধ্যে শত শত রাউন্ড গুলিবিনিময় হয়েছে। রবিবার জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওড়ের দখল নিয়ে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এ নিয়ে ফেব্রম্নয়ারি মাসে ৪র্থ বারের মতো গোলাগুলির ঘটনা ঘটে গেল। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যনত্ম উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কয়েক শ' রাউন্ড গুলি বিনিময়ের পর জৈনত্মাপুরসহ সিলেটের উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় রেড এ্যালার্ট জারি করেছে বিডিআর। সীমানত্মের ওপারেও বিএসএফ তাদের শক্তি বৃদ্ধি করেছে। ব্যাপক গুলিবিনিময় এবং রণপ্রস্তুতির কারণে আতঙ্কে সীমান্তের ১০টি গ্রামের হাজার হাজার পরিবার বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন।
বিডিআরসহ সীমানত্ম সূত্র জানায়, রবিবার সকালে সীমানত্মবতর্ী ডিবির হাওড়ে মাছ ধরতে নামে ভারতীয় খাসিয়ারা। তারা মাছ ধরতে গিয়ে বাংলাদেশ ভূখ-ে অনুপ্রবেশ করে। এসময় বাংলাদেশের জেলেরা তাদের তাড়িয়ে দেয়। এর কিছুণ পর বিএসএফের মদদে আবারও বাংলাদেশ ভূখ-ে নামে ভারতীয় খাসিয়ারা। বাংলাদেশীদের প্রতিরোধের মুখে পিছু হটে তারা। বিকেল ৩টায় বাংলাদেশীদের ল্য করে গুলি ছোড়ে বিএসএফ। আতঙ্কে স্থানীয় লোকজন দৌড়ঝাঁপ শুরম্ন করলে কিছুণ পরই বাংলাদেশের দিকে অবিরাম গুলিবর্ষণ শুরম্ন করে বিএসএফ। বিডিআরও গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। সন্ধ্যা ৬টা পর্যনত্ম উভয় দেশের সীমানত্মরীদের মধ্যে গুলিবিনিময় চলছিল। সন্ধ্যা পর্যনত্ম কয়েক হাজার গুলির শব্দ শুনেছেন ন্থানীয়রা। তবে গোলাগুলিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সীমানত্মে অতিরিক্ত বিডিআর সৈন্য মোতায়েন করা হয়েছে। সীমানত্মের ওপারেও বিএসএফ শক্তি বৃদ্ধি করে মুখোমুখি অবস্থান নিয়েছে।

No comments

Powered by Blogger.