মা ও ভাইবোনসহ ৯ জনের বিরুদ্ধে অভির মামলা

 সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে তার মা, দু’ভাই, পাঁচ বোনসহ ৯ জনের বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে কানাডায় অবস্থানরত গোলাম ফারুক অভির পক্ষে এ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু বাদী হয়ে বরিশালের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মোঃ মঞ্জুরুল হোসেন এ মামলায় আদেশের জন্য বৃহস্পতিবার দিনধার্য করেছেন।
মামলার বিবাদীরা হলো গোলাম ফারুক অভির মা আমিনা আহম্মেদ, ভাই গোলাম মোরশেদ, ডা. গোলাম কিবরিয়া, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ড. শামসুনাহার আহম্মেদ, বোন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুনাহার আহম্মেদ, অনিতা আহম্মেদ ও স্বজন ইহিতা কবির। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ১৯৪৫ সালে অভির বাবা আরশেদ আহম্মেদ উজিরপুরের ধামুরা এলাকায় ১ একর ৩০ শতক জমি তাঁর বড় পুত্র গোলাম মোরশেদের নামে ক্রয় করেন। ওই সময় গোলাম মোরশেদের বয়স ছিল মাত্র ৬ বছর। কিন্তু পরবর্তীতে গোলাম মোরশেদ নিজের টাকায় ওই জমি ক্রয় করেছেন বলে দাবি করে অভিকে জমির ভাগ থেকে বঞ্চিত করেছেন।

No comments

Powered by Blogger.