ভেড়ামারায় প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, পরে প্রতিনিধিদলটি বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির ‘৫০০ মেগাওয়াট (এইচভিডিসি) ব্যাক টু ব্যাক স্টেশন’ ও সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের কর্মকর্তারা জানান, আগামী জুলাই মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ভারত থেকে আমাদানিকৃত বিদ্যুত বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। ভেড়ামারায় স্টেশন নির্মাণসহ দৌলতপুর সীমান্ত পর্যন্ত ২৭ কিলোমিটার বাংলাদেশ অংশে ৮৭টি টাওয়ার স্থাপন সম্পন্ন করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে বিদ্যুত সঞ্চালন লাইন টানার কাজটি। অন্যদিকে ভারতের বহরমপুর সাব-স্টেশন থেকে সে দেশের সীমান্ত পর্যন্ত ভারতীয় অংশে ৭০ কিলোমিটারে ১৯৭টি টাওয়ার স্থাপন ও সঞ্চালন লাইনে কেবল টানার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

No comments

Powered by Blogger.