বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় কার্গো ডুবি, ৬শ' যাত্রীর প্রাণরা

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবোঝাই লঞ্চ এমভি লালী শুক্রবার রাত সাড়ে ৭টায় বুড়িগঙ্গা নদীর ব্রিজ পার হবার কিছু পরেই একটি কার্গো ধাক্কা দিলে স্টাফসহ কার্গোটি ডুবে যায় ।
তবে লঞ্চের ৬ শতাধিক যাত্রী অল্পের জন্য রা পায়। কার্গোতে কতজন লোক ছিল এ রিপোর্ট লেখার সময় তা জানা সম্ভব হয়নি। লঞ্চযাত্রীরা জানায়, ওই সময় লঞ্চের সার্চলাইট অফ থাকায় এ দুর্ঘটনা ঘটে। কার্গোকে প্রচ- জোরে ধাক্কা দেয়ায় লঞ্চের তলা ফেটে গিয়ে লঞ্চ ডুবে যাচ্ছে বলে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে যাত্রীরা লঞ্চের মধ্যে ছোটাছুটি করতে থাকে। লঞ্চে অবস্থানকারী যাত্রী সাংবাদিক হাসিব রহমান জানান, তিনি কার্গো জাহাজটিকে ডুবে যেতে দেখেন। এদিকে নারায়ণগঞ্জের ফতুলস্না ইটভাঁটির কাছে লঞ্চটি থামিয়ে দেখা যায় নিচের কিছু অংশ ফেটে গেছে। লঞ্চ স্টাফরা ওই ছিদ্র চটের বসত্মা দিয়ে আটকিয়ে ফের ভোলার উদ্দেশে রওনা করলে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments

Powered by Blogger.