রেজ্জাকুল আরও দু'দিনের রিমান্ডে- ১০ ট্রাক অস্ত্র মামলা

 চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার আসামি এনএসআই'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) রেজ্জাকুল হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সিআইডির আবেদনের প্রেেিত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করে। ফলে একটানা পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য এ আসামিকে যে কোন সময়ে ঢাকায় নিয়ে যাওয়া হবে। সিআইডি সূত্রে জানা যায়, ইতোপূর্বে আদালতের মঞ্জুরকৃত তিন দিনের রিমান্ড যথেষ্ট না হওয়ায় গত বুধবার রেজ্জাকুল হায়দারের আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার ছিল এ রিমান্ড আবেদনের শুনানির দিন। তদনত্ম কর্মকর্তা সিআইডির এএসপি মোঃ মনিরম্নজ্জামান তাঁর আবেদনের দশ ট্রাক অস্ত্র মামলার অনত্মত গুরম্নত্বপূর্ণ আসামি ইতোপূর্বে জিজ্ঞাসাবাদে তেমন কোন তথ্য প্রদান করেননি। অন্য আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেও তিনি দেননি। আদালত গত সোমবার যে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে তা যথেষ্ট নয়। ফলে আরও পাঁচ দিন সময়ের প্রয়োজন। রাষ্ট্রপরে কেঁৗসুলি মহানগর পিপি এ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, রেজ্জাকুল হায়দার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের জোরালো আবেদন জানান। আবেদনের প্রেেিত মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুল হক রেজ্জাকুল হায়দারের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের মঞ্জুর হলো। সিআইডির বিশেষ সুপার মোঃ মুসলিম জানান, রিমান্ড মঞ্জুরের পর আসামি রেজ্জাকুল হায়দারকে কারাগারে নেয়া হয়েছে। যে কোন সময় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। এ ব্যাপারে তাঁরা প্রধান কার্যালয়ের নির্দেশনার অপোয় রয়েছেন।

No comments

Powered by Blogger.