আমেরিকা প্রবাসী সঙ্গীতশিল্পী লিনি সাবরিন ঢাকায়

আমেরিকা প্রবাসী বাংলাদেশী সঙ্গীতশিল্পী লিনি সাবরিন ঢাকা এসেছেন। কিছু আনুষ্ঠানিক কারণ ছাড়াও পরিবারের সাথে সময় কাটাতে কয়েক দিন তিনি ঢাকায় থাকবেন।
এর মধ্যে অংশ নিলেন একুশে টিভির প্রতিদিনের সেলিব্রেটি টকশো একুশে সন্ধ্যা। এ ছাড়া কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করলেন তার বড় বোন সঙ্গীত তারকা বেবী নাজনীনের সাথে। উল্লেখ্য, ২০০০ সালে আমেরিকা প্রবাসী হন লিনি। এর আগে তিনি অডিও, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র মাধ্যমে অনেক গান করেছেন স্বনাম খ্যাত সঙ্গীত পরিচালকদের সুর ও সঙ্গীতে। এর মধ্যে রয়েছেন আলাউদ্দীন আলী,আলম খান,আহমেদ ইমতিয়াজ বুলবুল, মরহুম আবু তাহের, আলী আকরাম শুভ প্রমুখ।  লিনি আলাউদ্দীন আলী সুরে মৌসুমী অভিনীত মিস ডায়না চলচ্চিত্রে টাইটেল গানটি গেয়েছিলেন। এ ছাড়া আলম খানের সুরে মরহুম হুমায়ুন ফরীদির সাথে দ্বৈতভাবে শহীদুল ইসলাম খোকনের গৃহযুদ্ধ ছবির বিশেষ একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন। এসবই ২০০০ সালের আগের কথা।  তারও আগে তিনি বেতার-টিভির তালিকাভুক্ত হন। অডিও বাজারে তার একক অ্যালবামসহ বেশ কিছু মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। আমেরিকা যাওয়ার পর সেখানেই তিনি তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন নতুন মাত্রায়। আমেরিকা ও কানাডাসহ ইউরোপের বাংলাদেশী প্রবাসী মহলে লিনির সুনাম এখন অনেক। বাংলাদেশী কমিউনিটি আয়োজিত  যেকোনো অনুষ্ঠান মানেই লিনি সাবরিন হলেন প্রথম ডিমান্ড।
       

No comments

Powered by Blogger.