মীমের ‘সুখে থাকলে ভুতে কিলায়’

একুশে টেলিভিশনে ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিদ্যা সিনহা মীম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘সুখে থাকলে ভুতে কিলায়’।
নাটকটি রচনা করেছেন ইসহাক খান এবং পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন তুষার খান, চিত্রলেখা গুহ, আবিদ রেহান, রওনক হাসান, ডলি জহুর, রহমত আলী, হুমায়রা হিমু, নিঝুম, শিরিন বকুল, ইকবাল বাবু, শিউলী শিরা , আ. খ. ম হাসান, প্রাণ রায় প্রমূখ। ধারাবাহিকটি প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
নাটকটি নিয়ে নির্মাতা বলেন ‘সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের ভাল সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব  তৈরি করে আনন্দ পায়। মজা দেখে।

কিন্তু প্রকৃতির নিয়মে সেই মজা একটা সময় উল্টো তাদের জীবনে তামাশা হিসেবে বিবেচিত হয়। হেয় প্রতিপন্ন হয় সমাজে। এই সকল মানুষের জীবনের নানা ঘাত প্রতিঘাত এবং পরিনতি নিয়ে এগিয়ে যায় এই নাটকের গল্প। যা হাস্য রসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।’

No comments

Powered by Blogger.