হোয়াইট হাউসের দাম কমেছে!

যুক্তরাষ্ট্রে আবাসন খাতে কয়েক বছর ধরে সঙ্কট চলছে। ক্রমেই কমছে ঘরবাড়ির বাজারদর। এবার তার কবলে পড়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের সরকারি এ বাসভবনের দাম গত দুই বছরে কমেছে চার কোটি ডলারেরও বেশি। আর গত এক মাসে কমেছে প্রায় ৪০ লাখ ডলার।
রাজধানী ওয়াশিংটনের ১৬০০ পেনসিলভানিয়া এভিনিউয়ের হোয়াইট হাউস বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা। ১৭৯২ সালে ৫৫ হাজার বর্গফুট জায়গার ওপর গড়ে ওঠা ছয়তলা এ বাসভবনে রয়েছে ১৩২টি কক্ষ। এর মধ্যে ১৬টি শয়নকক্ষ ও ৩৫টি বাথরুম ম্যানসন। ২০০৯ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের দাম ছিল ২৯ কোটি ১৮ লাখ ডলার। চলতি মাসে তা কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ১৬ লাখ ডলারে। সূত্র : জিনিউজ।

No comments

Powered by Blogger.