ঝগড়া নয়, আমাদের কাজ দেশ চালানো : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান দলের সদস্যরা স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করলেও শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতির উন্নয়নের স্বার্থে তাঁরা তাঁর সঙ্গে কাজ করবেন। হোওয়াই দ্বীপে পরিবার নিয়ে ১০ দিনের ছুটি কাটিয়ে গতকাল মঙ্গলবার ওবামা ওয়াশিংটনে ফেরেন।
ফেরার পথে প্রেসিডেন্টকে বহনকারী বিমান 'এয়ারফোর্স ওয়ানে' সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভের অধিবেশন বসছে। দুই মাস আগে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকানরা এখন সংখ্যাগরিষ্ঠ। রিপাবলিকান নেতারা আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন, তাঁরা ওবামার স্বাস্থ্য সংস্কার বিলের বিরোধিতা করবেন এবং সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার উদ্যোগ নেবেন। অধিবেশনের একদিন আগে ওয়াশিংটনে ফেরার পথে ওবামা বলেন, 'আপনারা জানেন, ওয়াশিংটনে যা ঘটছে তার নাম রাজনীতি।'
ওবামা বলেন, 'একটা নির্দিষ্ট সময়ের জন্য ফায়দা অর্জনের চেষ্টা করছেন রিপাবলিকানরা। আমি নিশ্চিত, তাঁরা আমাদের কাজেরও স্বীকৃতি দিতে যাচ্ছেন। আমাদের কাজ সরকার চালানো। আমাদের লক্ষ্য আমেরিকার জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং একুশ শতকের বাজারে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন। শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এই ক্ষেত্র প্রস্তুত করা।' স্বাস্থ্য সংস্কার বিলকে ওবামার ২২ মাসের সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখা হয়। তবে রিপাবলিকানরা স্বাস্থ্যবিল বাতিলের উদ্যোগ নিলে কী করবেন_এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ওবামা।
তিনি বলেন, 'আমি আশা করি, প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার জন বেইনার এবং সিনেটে সংখ্যালঘুদের নেতা মিচ ম্যাককনেল বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবেন যে, ২০১২ সালের নির্বাচনের প্রচার চালানোর জন্য ২০১২ সালেই ব্যাপক সময় পাবেন। এ বছরে আমাদের কাজ অর্থনীতির উন্নয়ন করা।'
সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.