পাবনায় শীতজনিত রোগে এক সপ্তাহে ১৯ শিশুর মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতালের ৩৪ আসনবিশিষ্ট শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে দুই শতাধিক শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৯টি শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগ এক সপ্তাহে প্রায় ৩০০টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাত দিনে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে ২০৬টি শিশুকে। এর মধ্যে মারা গেছে ১৯টি। শীতের প্রকোপ বাড়ায় প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
হাসপাতালে চিকিৎসাধীন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু লামিয়ার (২) মা আছমা আক্তার গত সোমবার জানান, দুই দিন আগে তিনি তাঁর মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। প্রথম দিন তিনি মেয়েকে নিয়ে হাসপাতালের মেঝেতে ছিলেন। পরে সোমবার সকালে শয্যা পেয়েছেন।
হাসপাতালের শিশু-বিশেষজ্ঞ নিতিশ কুমার জানান, শুধু যে ঠান্ডাজনিত রোগে শিশুরা মারা যাচ্ছে, তা নয়, অনেক শিশুর মৃত্যু জন্মগত ত্রুটির কারণেও হয়েছে।

No comments

Powered by Blogger.