প্রথম নারী প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায়-পরাজয় স্বীকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। বুথ-ফেরত ও টেলিভিশন চ্যানেলগুলোর জরিপ থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। গতকাল বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ শতাংশ ভোট গণনা করা হয়েছে।
এতে ক্ষমতাসীন সেনুরি পার্টির প্রার্থী পার্ক জিউন হাই (৬০) এগিয়ে আছেন। নির্বাচনে জিউন জয়ী হলে তিনি ইতিহাস গড়বেন।
কেবিএস, এসবিএস ও এমবিসি টেলিভিশন জানায়, দক্ষিণ কোরিয়ার সাবেক স্বৈরশাসক পার্ক চুং হির মেয়ে পার্ক জিউন হেই তাঁর প্রতিদ্বন্দ্বী মুন জেই ইনকে পেছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। গণনা শেষ হওয়া ৪০ শতাংশ ভোটের মধ্যে ৫২.৮ শতাংশ ভোট পেয়েছেন পার্ক। বিপরীতে মুন পেয়েছেন ৪৬.৭ শতাংশ ভোট। তিনি ইতিমধ্যেই পার্কের বিজয় মেনে নিয়েছেন।
টেলিভিশনের পাশাপাশি বুথ-ফেরত জরিপেও এগিয়ে আছেন ক্ষমতাসীন সেনুরি পার্টির প্রার্থী জিউন। বুথ-ফেরত জরিপে দেখা গেছে, পার্ক পেয়েছেন ৫০.১ শতাংশ ভোট। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির প্রার্থী মুন পেয়েছেন ৪৮.৯ শতাংশ ভোট।
এসবিএস ও কেবিসি টেলিভিশন বলেছে, প্রেসিডেন্ট নির্বাচনে জিউনের জয়ের পাল্লাই ভারি বেশি।
সূত্র : এএফপি, বিবিসি, আল-জাজিরা।

No comments

Powered by Blogger.