মহাখালীতে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ

রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে গতকাল বুধবার সকালে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মহাখালী উড়ালসেতুর নিচ থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি বনানী হয়ে কাকলী মোড়ে গিয়ে সমাবেশ করে। পুলিশ লাঠিপেটা করে ধাওয়া দিলে নেতা-কর্মীরা সেতু ভবনের সামনে অবস্থান নেয় এবং পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে এঁদের বিরুদ্ধে মামলা হবে। তবে সংঘর্ষের সময় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

No comments

Powered by Blogger.