‘আমাদের পদ্ধতিতে আমরা কাজ করব যে যা-ই বলুক’

সব ধরনের মনস্তাত্ত্বিক চাপ উপেক্ষা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজ পদ্ধতিতেই কাজ করবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, ‘যে যত কথাই বলে বলুক। কিছু আসে-যায় না। আমরা আমাদের পদ্ধতিতে কাজ করব।’
গতকাল রোববার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বক্তব্য-কটাক্ষ উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘কেউ বলছেন দুদকের হাতে এত ক্ষমতা কেন, আইন সংশোধন করো, কেউ বলছেন দুদক সরকারের এজেন্ট, কেউ বলছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান সরকারের গোলাম। এগুলো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার প্রয়াস ছাড়া আর কিছুই নয়।’
গত শনিবার দুর্নীতির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হলেই কেবল পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে বলে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো অমীমাংসিত বিষয় আছে, যা বিবৃতিতে বলা হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান অ্যালেন গোল্ডস্টেইনের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাংক দুদকের তদন্তে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
এসব বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনো ধরনের চাপ তৈরি করে লাভ নেই। আমরা আইনানুগ ও নিরপেক্ষভাবে যা সত্য পাব, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব।’ গোলাম রহমান আরও বলেন, ‘এখন পর্যন্ত প্রতিবেদনে যা পেয়েছি, তা পর্যালোচনা করছি। ফলে আইনানুগ ব্যবস্থা নিয়ে সময় লাগবে।’
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘ওরা আমাদের কিছু তথ্য দিয়েছে। তা অবস্থাগত প্রমাণ। সেগুলোর যে কয়টা আইনানুগ হবে, সেগুলোর পরিপ্রেক্ষিতে মামলা হবে।’
গত ১ ডিসেম্বর ঢাকায় আসেন বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। আর্জেন্টিনার লুইস গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন ওই দলটি ৩-৫ ডিসেম্বর পর্যন্ত তিন দফা বৈঠক করেও দুদকের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পারেনি। সে রাতেই ঢাকা ছাড়ে বিশেষজ্ঞ দলটি।

No comments

Powered by Blogger.