নেলসন ম্যান্ডেলার অবস্থার উন্নতিতে চিকিৎসকেরা সন্তুষ্ট

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার পিত্তথলির পাথর অপসারণের অস্ত্রোপচারের তিন দিন পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি নিয়ে চিকিৎসকেরা সন্তুষ্ট। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।
গত মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসকেরা বলেছেন, এখন তাঁর কোনো সমস্যা নেই। কিন্তু তাঁরা তাঁকে বাড়ি পাঠানোর ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছেন না। ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।
বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহারাজ ম্যান্ডেলাকে দেখতে যান। পরে ম্যাক মহারাজ বলেন, ম্যান্ডেলাকে এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে।
প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, ‘মাদিবার প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু একই সময়ে আমাদের এটাও মনে রাখতে হবে, তাঁর বয়স ৯৪। তাঁর প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন।’
ম্যান্ডেলা ১১ দিন ধরে হাসপাতালে আছেন। সেখানে প্রথমে তাঁর ফুসফুসে সংক্রমণের চিকিৎসা করা হয়। পরে তাঁর পিত্তথলি থেকে সফলভাবে পাথর অপসারণ করা হয়।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপের পর ম্যান্ডেলাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সিএনএন।

No comments

Powered by Blogger.