দূরদর্শনের পাঁচ কর্মী সাময়িক বরখাস্ত

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে সঠিক সময়ে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকারি টেলিভিশন দূরদর্শনের পাঁচ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজধানী দিল্লির রাস্তায় বাসে ধর্ষণের ঘটনায় গত সোমবার বক্তব্য দেন মনমোহন।
এই বক্তব্য ধারণ করতেই প্রধানমন্ত্রীর বাসভবনে দেরিতে হাজির হন দূরদর্শনের কর্মীরা।
সকাল সাড়ে ৯টায় মনমোহনের ভাষণ ধারণ করার কথা ছিল। কিন্তু দূরদর্শনের কর্মীরা সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছান। এর মধ্যে টেলিভিশন সংবাদ সংস্থা এএনআই ভাষণটি ধারণ করে। এটিই অসম্পাদিত অবস্থায় সম্প্রচার করা হয়; যা নিয়ে অনলাইন গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
সাময়িক বরখাস্ত পাঁচ কর্মীর মধ্যে দুজন ক্যামেরাম্যান ও তিনজন কর্মকর্তা।
একজন কর্মকর্তা জানান, স্বল্প সময়ের নোটিশে তাঁদের ডেকে পাঠানো হয়েছিল। ওই সময় ধর্ষণের প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনের জন্য বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ফলে সংবাদকর্মীরা ঘুরপথে গিয়ে সময়মতো সেখানে পৌঁছাতে পারেননি। সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস।

No comments

Powered by Blogger.