টাকা ফেরত দিতে চাইছে না হলমার্ক-জমি থেকে সাইনবোর্ড উধাও by মোশতাক আহমদ

সোনালী ব্যাংকের টাকা সহসাই ফেরত দিতে চাইছে না বিতর্কিত হলমার্ক গ্রুপ। গত ৪ সেপ্টেম্বর সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের কাছে ঋণ নেওয়া মোট টাকার অর্ধেক এক হাজার ৩৪৩ কোটি টাকা ১৫ দিনের মধ্যে ফেরত চেয়ে চিঠি দেওয়ার পর নড়েচড়ে বসেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি।


চিঠি পাওয়ার পর গত ৫ সেপ্টেম্বর দিনভর হলমার্ক গ্রুপের কর্ণধাররা বৈঠক করেছেন। বৈঠক সূত্রে জানা যায়, হলমার্ক গ্রুপ ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিতে পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে হলমার্ক গ্রুপের আইন উপদেষ্টা ফৌজিয়া ইয়াছমিন মুক্তি কালের কণ্ঠকে বলেন, 'সোনালী ব্যাংকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি হলমার্ক গ্রুপ। ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলে আমাকে জানানো হবে। আপনারাও জানতে পারবেন।' তবে হলমার্ক গ্রুপ টাকা দেওয়ার সক্ষমতা রাখে বলেও জানান হলমার্কের এ আইন উপদেষ্টা।
এদিকে হলমার্ক গ্রুপ টাকা ফেরতের সময় বাড়ানোর জন্য সোনালী ব্যাংকের কাছে আরো সময় চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে। পাশাপাশি হলমার্ক গ্রুপের এমডি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ওপর মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে সোনালী ব্যাংকের টাকা ফেরত দেওয়ার চিঠি পাওয়ার পর রাতারাতি মিরপুর এলাকাসহ বিভিন্ন স্থানে হলমার্কের ক্রয় করা জমি থেকে তাদের সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। আগে মিরপুরের জমিতে লাল কালির সাইনবোর্ডে লেখা ছিল 'ক্রয় সূত্রে এই জমির মালিক হলমার্ক গ্রুপ'। টাকা দিতে ব্যর্থ হলে সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের সব সম্পদ তাদের জিম্মায় নিতে পারে বলে কথা উঠলে রাতারাতি সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়।
জানা যায়, রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার বেগম রোকেয়া সরণির ২০৫/৪-এ অবিস্থিত হলমার্ক গ্রুপের প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী ১৬ কাঠা জমিতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সাইনবোর্ড টাঙানো ছিল। ওই এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর রাতে ওই সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। একইভাবে শেওড়াপাড়ার হলমার্ক গ্রুপের যে জমিতে আনসার ক্যাম্প ছিল ওই জমির সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মিরপুর এলাকায় ক্রয় করা আরো জমি থেকে রাতারাতি হলমার্কের সাইনবোর্ড সরিয়ে ফেলার কথা জানা যায়।
সাইনবোর্ড সরানোর বিষয়ে জানতে চাইলে হলমার্কের আইন উপদেষ্টা বলেন, 'আমি ঢাকার বাইরে আছি। এ বিষয়ে কিছু জানি না।'
গত ৩ সেপ্টেম্বর দুদক কর্মকর্তারা হলমার্কের এমডি ও চেয়ারম্যানকে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্রে জানা যায়, দেশের এ যাবতকালের সবচে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটিয়েছে হলমার্ক গ্রুপ। গ্রুপের এমডি ব্যবসায়ী তানভীর মাহমুদ অতি স্বল্প সময়ের ব্যবধানে ফুলেফেঁপে উঠেছেন।

No comments

Powered by Blogger.