ভদ্রতা বজায় রাখুন

ভদ্রতা করতে পয়সা লাগে না। সত্য বটে। বরং বিপরীত অবস্থাই সংকট তৈরি করে। বিষয়টি মাথায় রেখেই নতুন আইন করেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস কর্তৃপক্ষ। এখন থেকে রাস্তাঘাটে আচার-ব্যবহারে সংযম ধরে রাখতে না পারলে দণ্ড দিতে হবে শহরবাসীকে।


অভদ্র আচরণের জন্য আড়াই শ ইউরো পর্যন্ত জরিমানা করার নিয়ম করেছে তারা।
শহরের মেয়র ফ্রেডি থিয়েলেমানস গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর এক মুখপাত্র বলেন, 'যেকোনো ধরনের অসম্মান বা অশ্রদ্ধাই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হবে। তা সে বর্ণবাদী বা অন্য যে ধরনেরই হোক না কেন।'
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নসহ বহু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে। এমনিতেই বন্ধুবৎসল শহর হিসেবে এর পরিচিতি রয়েছে। তার পরও শহরের রাস্তাঘাটে রোজকার অযাচিত অশোভন আচরণ নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছেন মেয়র। আর এ লক্ষ্যেই বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে এক সমঝোতায় উপনীত হয়েছেন কর্মকর্তারা। ছোটখাটো ঝগড়া-বিবাদ, ছিঁচকে চুরি বা মৃদু ধস্তাধস্তিতে ৭৫ থেকে আড়াই শ ইউরো (৯৫-৩২০ ডলার) জরিমানা করার কথা বলা হয়েছে। মেয়রের মুখপাত্র বলেন, এ সিদ্ধান্তের কারণে এখন থেকে আদালতের ব্যস্ততা বাড়বে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.