তুরস্কে অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ২৫

তুরস্কের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ২৫ সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে চার সেনা। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তুরস্কের সেনাবাহিনী গতকাল তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আফিওনে সেনাবাহিনীর গুদামের হ্যান্ডগ্রেনেড মজুদের স্থানে গত বুধবার


রাতে বিস্ফোরণ ঘটে। এর প্রকৃত কারণ জানা যায়নি। তবে পরিবেশমন্ত্রী ভেইসেল এরোগলু জানান, তাঁর আশঙ্কা দুর্ঘটনার কারণেই বিস্ফোরণ ঘটেছে। একই সঙ্গে তিনি সন্ত্রাসী হামলার বিষয়টি নাকচ করে দেন। আশঙ্কা করা হচ্ছে, বহু সেনা গুদামের ভেতরে আটকা পড়েছেন। বিস্ফোরণের ফলে হ্যান্ডগ্রেনেডগুলো আশপাশে ছড়িয়ে পড়ায় উদ্ধারকর্মীরা আটক সেনাদের কাছে ঘেঁষতে পারছেন না। এরোগলু জনগণের প্রতিও গুদাম এলাকার আশপাশে না যাওয়ার আহ্বান জানান।
বিস্ফোরণে নিহতদের পরিচয় উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শক্তির কারণেই এমনটি হয়েছে বলে হুরিয়েত সংবাদপত্র জানিয়েছে। আহতদের সেনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.