ড্রোন কিনতে সক্ষম ৬৬ দেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোন (চালকবিহীন বিমান) কিনতে সক্ষম এমন ৬৬টি দেশের একটি তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগন ড্রোন বিক্রির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকলেও আইনসভা কংগ্রেস ও পররাষ্ট্র বিভাগ এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পেন্টাগনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।


পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার উপপরিচালক রিচার্ড জেনেইল জানান, গত বছরেই ড্রোন ক্রয়ে সক্ষম দেশগুলোর তালিকা প্রস্তুত করেছেন তাঁরা। তবে তালিকায় থাকা কোনো দেশের নাম জানাননি তিনি।
অস্ত্র রপ্তানি বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের উদ্যোগকে গত বুধবার সাধুবাদ জানিয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান করপোরেশনের প্রধান নির্বাহী ওয়েস বুশ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় হতাশাও ব্যক্ত করেন তিনি। প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স টেকনোলজি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক জিম হার্শ বলেন, 'আগামী নভেম্বরের নির্বাচনের পর বেশ কিছু পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে পারে পেন্টাগন। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.