মহাসড়কে চালকদের সতর্ক করতে...

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে গত বুধবার সতর্কতামূলক নির্দেশনা ফলক স্থাপন শুরু করছে ফেনী জেলা পুলিশ। যানবাহনের চালকদের সতর্ক করতে এবং দুর্ঘটনার হার কমাতে এই ধরনের উদ্যোগ সুফল বয়ে আনবে বলে উদ্যোক্তারা মনে করছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার অধীন ৩২ কিলোমিটার এলাকায় ১৩টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং অতীতে অনেক প্রাণহানীর ঘটনাও ঘটেছে। এ ছাড়া ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের ফেনী জেলা অংশেও বেশ কয়েকটি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। ফেনী জেলা পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় রিসার্চ ইনস্টিটিউট এসব দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে। সম্প্রতি ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে এসব স্থানে সতর্কতামূলক নির্দেশনা ফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ফেনী জেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে ৬০টি নির্দেশনাফলক স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ফেনী জেলা পুলিশের সতর্কতা ও জনসচেতনতা সৃষ্টির এ উদ্যোগে বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, স্টার লাইন পরিবহন, নিরাপদ সড়ক চাই-ফেনী এবং মুহুরীগঞ্জ ইকবাল সিএনটি কমপ্লেক্স এ কাজে সহযোগিতা করেছে। ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রথম আলোকে জানান, মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে সতর্কতামূলক নির্দেশনা ফলক স্থাপন কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে।

No comments

Powered by Blogger.