ইউএস ওপেন এবং ফেদেরার

২০০০ সালে ইউএস ওপেনে প্রথম আবির্ভাবে বিদায় নিয়েছিলেন তৃতীয় রাউন্ড থেকেই। পরের তিন আসরে এক ধাপ এগিয়ে চতুর্থ রাউন্ড পর্যন্ত। এর পরই শুরু ফেদেরার-রাজ। টানা পাঁচ বছর ফ্লাশিং মিডোয় বিজয়ীর হাসি রজার ফেদেরারের মুখে। ১৩তম ইউএস ওপেনে খেলতে নামার আগেই এখানে অনেক কীর্তির জনক সুইস গ্রেট।


উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি পাঁচবার ইউএস ওপেন জিতেছেন ফেদেরার (২০০৪, ’০৫, ’০৬, ’০৭ ও ’০৮)। পাঁচবার করে জিতেছেন পিট সাম্প্রাস ও জিমি কর্নসও।

রজার ফেদেরারের পাঁচটি শিরোপা এসেছে টানা পাঁচ টুর্নামেন্টে। আর কারও এই কৃতিত্ব নেই।

টানা পাঁচবার দুটি করে গ্র্যান্ড স্লাম জয়ের একমাত্র রেকর্ডটিও ফেদেরারের (উইম্বলডন ও ইউএস ওপেন)।

টানা ছয়টি ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন ফেদেরার। টানা আটবার ফাইনালে খেলার রেকর্ডটি ইভান লেন্ডলের।

ইউএস ওপেনের ফাইনালে মাত্র একবারই হেরেছেন ফেদেরার (২০০৯)।

এবার শেষ আটে উঠলে গ্র্যান্ড স্লামে সেটি হবে ফেদেরার ৩৮তম কোয়ার্টার ফাইনাল। ৪১ বার কোয়ার্টার ফাইনালে উঠে এই তালিকার শীর্ষে জিম কর্নস।

ইউএস ওপেনে টানা আটটি সেমিফাইনাল খেলেছেন ফেদেরার। টানা ১২টি সেমিফাইনাল খেলার রেকর্ড জিমি কনর্সের।

এবার শেষ চারে পা রাখলেই গ্র্যান্ড স্লামে ৩৩তম সেমিফাইনাল খেলবেন ফেদেরার। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিমি কর্নস সেমিফাইনাল খেলেছেন ৩১টি।

উন্মুক্ত যুগে ইউএস ওপেনে টানা সবচেয়ে বেশি ৪০টি ম্যাচ জয়ের রেকর্ড ফেদেরারের (২০০৪-২০০৯)।

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের আগে কখনোই বিদায় নেননি ফেদেরার।

ইউএস ওপেনে ফেদেরারের ক্যারিয়ার রেকর্ড ৬৩-৭। জয়ের শতকরা হার ৮৯.৭১। ম্যাচ জয়ে তাঁর এর চেয়ে কেবল বেশি সাফল্য আছে উইম্বলডনে ৯০.৪১।

৬২টি ম্যাচ জিতে উন্মুক্ত যুগে টুর্নামেন্টে সর্বোচ্চ ম্যাচজয়ীদের তালিকায় ৬ নম্বরে ফেদেরার। তাঁর সামনে আছেন জিমি কর্নস (৯৮), আন্দ্রে আগাসি (৭৯), ইভান লেন্ডল (৭৩), পিট সাম্প্রাস (৭১) ও জন ম্যাকেনরো (৬৫)।
সব পরিসংখ্যান গত শুক্রবার পর্যন্ত

No comments

Powered by Blogger.