প্রাণঘাতী হান্টাভাইরাস-যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষ সংক্রমণের ঝুঁকিতে

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের প্রায় ১০ হাজার দর্শনার্থী একটি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। পার্ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে। ফুসফুস আক্রমণকারী হান্টাভাইরাসের কারণে দুই ব্যক্তির মৃত্যুর পর গত শুক্রবার তারা এই সতর্কতা উচ্চারণ করে।


এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি।
এখন পর্যন্ত ছয়জনের হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে (এইচপিএস) আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। ইঁদুর জাতীয় প্রাণীর মল-মূত্র ও লালার মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। সংক্রমিত ব্যক্তির ছয় সপ্তাহের মধ্যে এ ভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। মাথাব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, মাংসপেশি ব্যথা ও হজমে সমস্যার মতো লক্ষণ দেখা দেয়। খুব দ্রুত ফুসফুসে আক্রান্ত হয় এবং সংক্রমিত ব্যক্তিকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, গত ১০ জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় ১০ হাজার দর্শনার্থী ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে তাঁবু খাটিয়ে কয়েক দিন পর্যন্ত অবস্থান করেছে। তাদের সবারই এইচপিএস সংক্রমণের ঝুঁকি রয়েছে। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.